এক্সপ্লোর
Advertisement
ফের প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ অরুণ শৌরির, সার্জিক্যাল স্ট্রাইককে বললেন ফর্জিক্যাল স্ট্রাইক
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের একবার হামলা চালালেন বিজেপির বিক্ষুব্ধ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি। এবার পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬-র সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে তাকে ফর্জিক্যাল স্ট্রাইক আখ্যা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, যা করার সেনা করে, সরকার কৃতিত্ব টেনে নেয় নিজের ঘাড়ে।
কংগ্রেস নেতা সৈফুদ্দিন সোজের কাশ্মীর নিয়ে লেখা বই ‘গ্লিম্পেসস অফ হিস্ট্রি অ্যান্ড দ্য স্টোরি অফ স্ট্রাগল’ প্রকাশ উপলক্ষ্যে আসেন শৌরি। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের কাশ্মীর ও পাকিস্তান নিয়ে কোনও নীতিই নেই। সোজ কাশ্মীরকে স্বাধীনতা দেওয়ার সওয়াল করায় মনমোহন সিংহ ও পি চিদম্বরমের মত কংগ্রেস নেতারা আসেননি এই অনুষ্ঠানে। কিন্তু শৌরি সোজের পক্ষ নিয়ে বলেন, সোজ সমস্যা নন, তিনি সমস্যাকে সামনে এনেছেন। একই সঙ্গে তিনি বলেন, কাশ্মীরের জনতাকে ভিকটিম কার্ড খেলা বন্ধ করতে হবে।
মোদী সরকারের বিরুদ্ধে তীব্র হামলা চালিয়ে তাকে নীতিহীন আখ্যা দেন শৌরি। বলেন, এই সরকারের চিন, পাকিস্তান বা কাশ্মীর- কিছু নিয়েই কোনও নীতি নেই। সার্জিক্যাল স্ট্রাইকে ফর্জিক্যাল স্ট্রাইক আখ্যা দিয়ে তিনি বলেন, এর পরেও পরিস্থিতিতে কোও পরিবর্তন আসেনি।
তাঁকে যখন বলা হয়, সেনাই সার্জিক্যাল স্ট্রাইকের কথা প্রকাশ্যে আনে, তাঁর ফর্জিক্যাল স্ট্রাইক শব্দের প্রয়োগে সেনার অসম্মান হচ্ছে, তখন রেগেমেগে বেরিয়ে যান তিনি। তবে স্পষ্ট করে দেন, ফর্জিক্যাল স্ট্রাইক শব্দের প্রয়োগ সেনার জন্য নয়, সরকারের জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement