এক্সপ্লোর
Advertisement
নিলামে ব্যর্থ ব্র্যান্ড কিংফিশার, কিনতে রাজি নন কেউ
মুম্বই: এক সময় এই ব্র্যান্ডের দাম ছিল। বাইরের চটক, ঝাঁ চকচকে ব্যাপারস্যাপার তো ছিলই। আর ছিল মালিকের ফ্ল্যামবয়েন্ট লাইফস্টাইল। সব মিলিয়ে আকাশে উড়ত এই ব্র্যান্ড। এখন দিন বদলেছে। কিংফিশার এয়ারলাইন্সের ব্র্যান্ড ও ট্রেডমার্ক কিনে নিতে রাজি নন কোনও ক্রেতা। ফলে মুম্বইয়ে নিলামে উঠল ঠিকই। কিন্তু দিনের শেষে অবিক্রিতই রয়ে গেল বিজয় মাল্যর ‘ফ্লাই দ্য গুড টাইমস’।
মাল্যর ৯,০০০ কোটি টাকার অনাদায়ী ঋণের অন্তত কিছুটা আদায় করতে এই নিয়ে দু’বার কিংফিশার এয়ারলাইন্সকে নিলামে চড়াল ব্যাঙ্কগুলি। কিংফিশার লোগো নিলামে উঠল, উঠল সেই বিখ্যাত ট্যাগলাইন ‘ফ্লাই দ্য গুড টাইমস’। এছাড়াও হাতুড়ির নীচে পড়ল ফ্লাইং মডেলস, ফানলাইনার, ফ্লাই কিংফিশার ও ফ্লাইং বার্ড ডিভাইস ট্রেডমার্ক। এই ট্রেডমার্কগুলির রিজার্ভ প্রাইস ধরা ছিল ৩৬৬.৭০ কোটি টাকা যা মাল্যর অনাদায়ী ঋণের দশ ভাগের এক ভাগও নয়। কিন্তু কিংফিশারের দাম এখন এমনই তলানিতে ঠেকেছে যে ওই টাকা দিতেও কেউ রাজি হলেন না। ফলে ব্র্যান্ডের আসল দামের থেকে অনেক কম টাকা রিজার্ভ প্রাইস ধরা হলেও একজনও এগিয়ে এলেন না কিংফিশার ব্র্যান্ড ও ট্রেডমার্ক কিনতে। এর আগে ঋণ আদায়ের চেষ্টায় কিংফিশার হাউসকে নিলামে চড়ায় ব্যাঙ্কগুলি। কিন্তু তারও কোনও খদ্দের জোটেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement