এক্সপ্লোর
Advertisement
আজ থেকে শীর্ষ আদালতে শুরু অযোধ্যা মামলার শুনানি
নয়াদিল্লি: আজ বেলা দুটো থেকে সুপ্রিম কোর্টে শুরু হবে অযোধ্যা মামলার শুনানি। ৫ ডিসেম্বর আদালত আদেশ দেয়, আগামী শুনানির আগে মামলার সব পক্ষকে নিজের নিজের নথিপত্রের অনুবাদ ও তা বিনিময় সহ সব প্রক্রিয়া শেষ করতে হবে। জানা গিয়েছে, যাবতীয় কাজকর্ম শেষ। সেই অনুযায়ী আজ থেকে শুনানি শুরু হচ্ছে।
শীর্ষ আদালত সম্ভবত আজ টানা শুনানির দিন স্থির করবে। ৫ ডিসেম্বর বাবরি মসজিদ সমর্থনকারীদের আইনজীবী কপিল সিবাল বারবার শুনানি পিছিয়ে দেওয়ার দাবি করেন। বলেন, মামলার সঙ্গে যুক্ত ১৯,৯৫০ পাতার এখনও কোনও রেকর্ড মেলেনি। জবাবে আদালত বলে, আগামী শুনানির আগে সব পক্ষকে সমস্ত কাগজপত্র হাজির করতে হবে। সিবাল এরপর ফের বলেন, শুনানি এখন নয়, হওয়া উচিত আগামী বছর জুলাইয়ের পর, লোকসভা ভোট শেষ হলে। কারণ রাম মন্দির নির্মাণ বর্তমান কেন্দ্রীয় সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, আদালত যদি মন্দিরের পক্ষে আদেশ দেয়, তবে ক্ষমতাসীন দলের সরকারে ফিরতে সুবিধে হবে।
কিন্তু এই আবেদনে কান দেয়নি প্রধান বিচারপতি দীপত মিশ্র সহ ৩ বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়ে দেয়, এভাবে বারবার শুনানি পিছিয়ে গেলে মামলা কখনও শেষই হবে না। তাই সব পক্ষ আগামী শুনানির আগে যাবতীয় কাজ কর্ম শেষ করুক। তারপর থেকে টানা শুনানি চলবে।
২০১০-এর ৩০ ডিসেম্বর অযোধ্যা মামলার রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ২.৭৭ একর ভূমি তিন ভাগে ভাগ করার নির্দেশ দেয়। এক ভাগ পায় রাম মন্দির, দ্বিতীয়টি নির্মোহী আখড়া ও তৃতীয়ভাগ যায় সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষে। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় সব পক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement