এক্সপ্লোর
বজরং দলের 'আত্মরক্ষা শিবিরে' আগ্নেয়াস্ত্রর প্রশিক্ষণ, সাফাই উত্তরপ্রদেশের রাজ্যপালের

অযোধ্যা ও আলিগড়: উত্তরপ্রদেশের অযোধ্যায় দক্ষিণপন্থী সংগঠন বজরং দলের ‘আত্মরক্ষা শিবির’। এই শিবিরে সংগঠনের ক্যাডারদের অস্ত্রের প্রশিক্ষণ দিতে এই শিবিরের আয়োজন করা হয়। যদিও বিষয়টিকে কার্যত খাটো করে দেখাতে চেয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নাইক। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বাজপেয়ী সরকারের প্রাক্তন মন্ত্রী নাইকের সাফাই, ওই অস্ত্র প্রশিক্ষণ শিবিরের লক্ষ্য আত্মরক্ষা। তাই এ বিষয়ে কোনও পক্ষেরই কোনও আপত্তি থাকা উচিত নয়।এই প্রশিক্ষণের উদ্দেশ্যটাই বিবেচ্য হওয়া উচিত। বজরং দল পরিচালিত কিছু স্কুলে আয়োজিত শিবিরে লাঠি, তলোয়ার ও রাইফেলধারী গৈরিক ক্যাডারদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং সংবাদ চ্যানেলগুলিতেও দেখা গিয়েছে। এই অস্ত্র প্রশিক্ষণ শিবির সম্পর্কে সন্দেহের নিরসন ঘটানোর চেষ্টা করতে গিয়ে রাজ্যপাল বলেন, যারা নিজেদের রক্ষা করতে পারে না, তারা দেশকেও রক্ষা করতে পারে না। তাই যুবকরা যদি আত্মরক্ষার জন্য অস্ত্র প্রশিক্ষণ নেয়, তাতে কোনও ভুল নেই। অযোধ্যার পর বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দলের ‘আত্মরক্ষা শিবির’ সুলতানপুর, গোরখপুর,পিলভিট, নয়ডা ও ফতেপুরে হওয়ার কথা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















