এক্সপ্লোর
হাসপাতালে গিয়ে অসুস্থ বৃদ্ধকে টাকা দিয়ে এলেন ব্যাঙ্ক ম্যানেজার
![হাসপাতালে গিয়ে অসুস্থ বৃদ্ধকে টাকা দিয়ে এলেন ব্যাঙ্ক ম্যানেজার Bank Manager Delivers Cash To Hospitalised Senior Citizen হাসপাতালে গিয়ে অসুস্থ বৃদ্ধকে টাকা দিয়ে এলেন ব্যাঙ্ক ম্যানেজার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/11/19180337/note-currency-money-rs-2000.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
খান্ডোয়া(মধ্যপ্রদেশ): একদিকে যখন ব্যাঙ্কের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভোগান্তির শিকার সাধারণ মানুষ, দাঁড়িয়ে থাকাকালীন অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে তখন একেবারে অন্য ছবি দেখালেন মধ্যপ্রদেশের এক ব্যাঙ্ক ম্যানেজার। হাসপাতালে গিয়ে অসুস্থ গ্রাহকের হাতে নিজে টাকা পৌঁছে দিয়ে আসলেন ব্যাঙ্ক ম্যানেজার।
সূত্রের খবর, ছগন লাল(৭০) নামে অবসরপ্রাপ্ত রেলের কর্মী এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পড়ে গিয়ে তাঁর শিরদাঁড়ার নিচের হাড় ভেঙে যায়। চিকিত্সকরা জানান, খুব শিগগির অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু পরিবারের লোকজন পড়েন মহা সমস্যায়। অপারেশনের জন্য প্রয়োজনীয় ২৫০০০ টাকা বাড়িতে নেই। এটিএম থেকেও দৈনিক টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হয়েছে। শেষমেশ কোনও উপায় না দেখে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন লালের পরিবার। সমস্ত কিছু খুলে বলেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ম্যানেজার প্রদীপ যাদবকে। ব্যাঙ্ক ম্যানেজারও সময় নষ্ট না করে সেদিন সন্ধ্যেয় প্রয়োজনীয় টাকা হাসপাতালে গিয়ে নিজে হাতে দিয়ে আসেন।
লালের স্ত্রী নির্মলা দেবী জানিয়েছেন, দেবদূতের মতো এসে তাঁদের উদ্ধার করেছেন ব্যাঙ্ক ম্যানেজার। কিন্তু কৃতিত্ব নিতে একেবারেই রাজি নন যাদব। তিনি বলেন, এটা তাঁর কর্তৃব্য। দুঃসময় ওই পরিবারের পাশে দাঁড়াতে পেরে তিনিও খুশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)