এক্সপ্লোর
Advertisement
বাতিল নোট দিয়ে তামিলনাড়ুর বন্দিরা বানাচ্ছেন লেখার জিনিসপত্র
চেন্নাই: তামিলনাড়ুর পুঝল কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিরা টুকরো টুকরো বাতিল নোটের স্তুপ দিয়ে তৈরি করছেন লেখার ফাইল প্যাড। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ ও সরকারি এজেন্সিতে এই ফাইল প্যাড ব্যবহার হচ্ছে।
প্রতিদিন যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ২৫-৩০ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বন্দি হাতে করে তৈরি করছেন এই প্যাডগুলি।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, নোট বাতিলের পর রিজার্ভ ব্যাঙ্ক তাদের ৭০ টন ছেঁড়া পুরনো নোট দেওয়ার প্রস্তাব দেয়। এখনও পর্যন্ত ৯ টন নোটের টুকরো নিয়েছে তারা, বাকিটাও নিয়ে নেওয়া হবে ধাপে ধাপে। দেড় টন কাগজের টুকরো ব্যবহার করে তৈরি হয়েছে ফাইল প্যাড।
প্রতিদিন হাজারখানেক প্যাড তৈরি হয় পুঝলের এই জেলে।
কীভাবে ছেঁড়া নোট থেকে তৈরি হচ্ছে প্যাড? প্রথমে নোটের টুকরোগুলিকে মণ্ডে পরিণত করা হচ্ছে। তারপর তা ডাই মোল্ডে ফেলে করা হচ্ছে শক্ত, তা থেকে তৈরি হচ্ছে ফাইল প্যাড।
বাতিল নোট ছাড়া প্যাড তৈরি হচ্ছে খাদি থেকেও।
প্রতি মাসে ২৫ দিন এই প্যাড তৈরির কাজ করেন বন্দিরা। দিনে আট ঘণ্টা পরিশ্রম করে তাঁদের মাসিক রোজগার ১৬০ থেকে ২০০ টাকা। তামিলনাড়ুর ভেলোর, সালেম ও মাদুরাইতেও তৈরি হয় ফাইল প্যাড। কিন্তু শুধু পুঝলেই এই প্যাড তৈরি হয় ছেঁড়া নোটের টুকরো দিয়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement