এক্সপ্লোর
Advertisement
দেশের জন্য বলিদান দেব, সেনা অফিসার হয়ে বললেন অনুরাগ ঠাকুর
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি তথা সাংসদ অনুরাগ ঠাকুর এবার ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক হলেন। তিনি টেরিটোরিয়াল আর্মির আধিকারিক হয়েছেন। সাম্মানিক পদ নয়, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং প্রশিক্ষণের পরেই সেনা আধিকারিক হতে পেরেছেন অনুরাগ।
শুক্রবার সেনাবাহিনীর সদস্য হওয়ার পর এবিপি আনন্দর প্রতিনিধি সরোজ সিংহর মুখোমুখি হয়ে অনুরাগ বলেছেন, ‘সাংসদরা আমাকে চিনতেই পারেননি। তাঁরা ভাবতেই পারেননি, একজন সাংসদ সেনাবাহিনীর অফিসার হবেন। আমার ঠাকুর্দা সেনা জওয়ান ছিলেন। আমার বাবা এক পদ এক পেনশন নীতির সমর্থক ছিলেন। সেনাবাহিনীর জওয়ানদের উপর পাথর ছোঁড়ার প্রতিবাদে আমি তিরঙ্গা যাত্রা করেছিলাম। ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষেও অসমের তেজপুর থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং পর্যন্ত যাত্রা করেছিলাম। বারবার আমি সেনাবাহিনীর হয়ে গলা ফাটিয়েছি।’
অনুরাগ আরও বলেছেন, ‘সেনাবাহিনীতে যোগ দেওয়া আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সত্যি হওয়ায় ভাল লাগছে। সেনা প্রশিক্ষণ এবং দেশের সেবা করার সুযোগ পাওয়ার জন্য আমি মুখিয়ে আছি। প্রয়োজন হলে সীমান্তে লড়াই করার জন্য আমি তৈরি।’
সাংসদ অনুরাগ এবার সেনাকর্মীদের সমস্যাগুলি নিজে দেখতে পাবেন, বুঝতে পারবেন। সেই বিষয়গুলি নিয়ে সংসদে সরব হবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement