এক্সপ্লোর
Advertisement
দেখাশোনা করে বিয়ে! ছেলের মায়েরা ভাল পাত্রী বলতে কি বোঝেন এখনও দেখুন ভিডিওতে
চেন্নাই: মাদ্রাজ আইআইটি-র তিন ছাত্রী মিলে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করেছেন। ভিডিও-র মূল থিম হল দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রে এখনও ঠিক কি কি বিশেষ গুন ছেলের মায়েরা তাঁদের হবু ছেলের বউয়ের মধ্যে খোঁজেন। তামিলে 'বি আওয়ার পোনডাটি' মানে, আমার ছেলের বউ হও।
ভিডিওটি মূলত গায়িকা কার্লি রেই জেপসেন-এর 'কল মি মেই বি'-র গাওয়া গানটির প্যারোডি করা হয়েছে। আইআইটি মাদ্রাজের তিন ছাত্রী অস্মিতা ঘোষ, অনুকৃপা ইল্যাঙ্গ, ক্রপা ভার্গিস ভিডিওটি কলেজ প্রতিযোগিতার জন্যে বানিয়ে ছিলেন। কিন্তু ইউটিউবে পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ভিডিওতে বলা হয়েছে, এখনও দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রে ছেলের মায়েদের পছন্দ লম্বা, ফর্সা, সুন্দরী পাত্রী। এছাড়া মেয়েরা কেরিয়ারে বর্তমানে যতই এগিয়ে যাক না কেন, বাইরের দুনিয়ায়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক না কেন, এখনও বাড়ির বউ ছেলেরা মায়েরা চান হবে ঘরোয়া, শান্ত। ছেলের বউ ফেসবুক করবে না, পার্ট টাইম কোনও কাজ করতে পারে, কিন্তু বিকেল পাঁচটার আগে বাড়ি ঢুকে যাবে। তাঁদের সুপুরুষ ছেলের জন্যে খাবার বানিয়ে রাখবেন। অবশ্যই বিয়ের এক বছরের মধ্যে নাতি-নাতনি উপহার দেবেন তাঁদের।
দেখুন সেই ভিডিওটি
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement