এক্সপ্লোর
Advertisement
রনথম্ভোর ন্যাশনাল পার্কে ভল্লুকের তাড়া খেয়ে পিঠটান জোড়া বাঘের, ভিডিও ভাইরাল
রাজস্থানের রনথম্ভোর ন্যাশনাল পার্কে ভল্লুকের তাড়া খেয়ে পালাল একজোড়া বাঘ। গত মঙ্গলবার রাজ্যসভা সাংসদ ট্যুইটারে শেয়ার করার পর পুরানো এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে যে, ভল্লুকটির দিকে চুপিসারে এগিয়ে আসছে একটি বাঘ।
নয়াদিল্লি: রাজস্থানের রনথম্ভোর ন্যাশনাল পার্কে ভল্লুকের তাড়া খেয়ে পালাল একজোড়া বাঘ। গত মঙ্গলবার রাজ্যসভা সাংসদ ট্যুইটারে শেয়ার করার পর পুরানো এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে যে, ভল্লুকটির দিকে চুপিসারে এগিয়ে আসছে একটি বাঘ। কিন্তু বাঘকে দেখে ভয় পাওয়া তো দূরের কথা, পিছনের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায় ভল্লুকটি। বাঘটি তা দেখে পিছিয়ে যায়। এরপর ভল্লুকটি বাঘটিকে তাড়া করে। বাঘ ছুটে পালায়। কিছুটা দূরেই বসেছিল আর একটি বাঘ। ভল্লুকটি দুটি বাঘকেই ভয় পাইয়ে দিতে তাড়া করে।
ফুটেজে দেখা গিয়েছে, পিছনের দুটি পায়ে ভর দিয়ে দুটি বাঘকেই ভয় দেখায় ভল্লুকটি। পুরো ঘটনায় সম্ভবত হকচকিয়ে গিয়ে শিকারের আশা ছেড়ে পিঠটান দেয় দুটি বাঘ। ভিডিও-র শেষে দেখা গিয়েছে, ভল্লুকটি ফিরে যাচ্ছে এবং একটি বাঘ দেখছে।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে। ভিডিওটি সম্পর্কে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। আবার কারুর কারুর মন্তব্য, বাঘ দুটি সম্ভবত বাচ্চা। ভিডিওটি মাসখানেক আগে অনলাইনে এসেছিল। ভিডিওটি ইউটিউবে শেয়ার করেছিল রনথম্ভোর ন্যাশনাল পার্ক।This video captures an unexpected #clash between #Tiger & Sloth Bear in #Rajasthan’s @ranthamborepark. Just as the Tiger seems to dominate the unaware Sloth Bear, it springs at the Tiger and scares it off! #Wildlife is full of such wonders & surprises.@ParveenKaswan @WWFINDIA pic.twitter.com/bbyfP6uFuZ
— Parimal Nathwani (@mpparimal) January 21, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement