এক্সপ্লোর
সকল দেশবাসীর উদ্দেশ্যে অপ্রকাশিত আয় ঘোষণা করার আহ্বান মোদীর
নয়াদিল্লি: ‘মন কি বাত’-এর মাধ্যমে দেশবাসীকে ‘স্বচ্ছতার পাঠ’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ অপ্রকাশিত আয় ঘোষণা করার জন্য সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান করলেন মোদী। একইসঙ্গে, স্পষ্ট করে দিলেন, এই সুযোগ হাতছাড়া করলেই ‘বিপদ’ হতে পারে। এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেন, দেশে ১২৫ কোটি মানুষ বসবাস করেন। তার মধ্যে মাত্র ১.৫ লক্ষ মানুষ রয়েছেন যাঁদের করযোগ্য আয় বছরে ৫০ লক্ষের অধিক। তিনি যোগ করেন, কেন্দ্র একটি প্রকল্প এনেছে, যেখানে প্রত্যেকে আগামী সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত নিজ নিজ অঘোষিত আয়ের ঘোষণা করার সুযোগ পাবেন। এর ফলে, জরিমানা দিয়ে একটি বড় বোঝা থেকে পার পেয়ে যাবেন অনেকেই। মোদী বলেন, এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। এর মাধ্যমে স্বচ্ছতা বজায় থাকবে। আবার অহেতুক সমস্যাও এড়ানো সম্ভব হবে। তিনি মনে করিয়ে দেন, এটাই শেষ সুযোগ। প্রসঙ্গত, গত ১ জুন থেকে এই বিশেষ প্রকল্পটি চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী, অঘোষিত আয় সংক্রান্ত তথ্য জানানো যাবতীয় তথ্য জানানোর শেষ তারিখ রাখা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর। আর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















