এক্সপ্লোর
Advertisement
বেঙ্গালুরুতে শ্লীলতাহানির ঘটনায় বিতর্কিত মন্তব্য সপা নেতার
বেঙ্গালুরু: বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় বেশ কয়েকজন মহিলার শ্লীলতাহানির ঘটনায় বিতর্কিত মন্তব্য করলেন সমাজবাদী পার্টি নেতা আবু আজমি। তাঁর বক্তব্য, ‘পেট্রোলের কাছে আগুন থাকলে আগুন তো ধরবেই। মেঝেতে চিনি পড়লে পিঁপড়ে ধরবেই। আমি জানি, আমার এই মন্তব্য অনেকেরই খারাপ লাগবে। কিন্তু এটা তিক্ত সত্য। আমার মেয়ে বা বোনও যদি ৩১ ডিসেম্বর সূর্যাস্তের পর অচেনা পুরুষের সঙ্গে বাড়ি থেকে বেরোয়, তাহলে সেটাও অন্যায় এবং নিন্দাজনক।’
শনিবার রাতে বেঙ্গালুরুর এমজি রোড-ব্রিগেড রোড অঞ্চলে বেশ কয়েকজন মহিলাকে হেনস্থা করে মত্ত জনতা। সেই সময় ওই অঞ্চলে প্রায় দেড় হাজার পুলিশকর্মী হাজির ছিলেন। কিন্তু তা সত্ত্বেও শ্লীলতাহানি এড়ানো যায়নি। পুলিশের দাবি, কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।
বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার মালিনী কৃষ্ণমূর্তি বলেছেন, ‘সংবাদমাধ্যমে যে ছবি ও ফুটেজ দেখানো হচ্ছে, সেগুলি সত্যি কি না সে বিষয়ে আমরা নিশ্চিত না। কারও কাছে যদি প্রমাণ থাকে, তাহলে সেগুলি আমাদের দেওয়ার আবেদন জানাচ্ছি।’
সূত্রের খবর, শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে বেশ কয়েকজন মহিলা পুলিশের সাহায্য চেয়েছিলেন। কিন্তু পুলিশকর্মীরা তাঁদের সাহায্য করেননি। এ বিষয়ে প্রশ্নের জবাবে কৃষ্ণমূর্তি বলেছেন, প্রমাণ না পাওয়া পর্যন্ত তাঁদের পক্ষে কিছু বলা সম্ভব নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement