নীতীশের ৫৬.৪৯ লক্ষ টাকার সম্পত্তি, চারগুণ বেশি ছেলে নিশান্তের
পটনা: নীতীশ কুমারের চেয়ে বেশি সম্পত্তি তাঁর ছেলে নিশান্তের। বিহারের মুখ্যমন্ত্রী স্থাবর, অস্থাবর মিলিয়ে মোট ৫৬.৪৯ লক্ষ টাকা অর্থমূল্যের সম্পত্তির মালিক। এটা ২০১৬ সালের সম্পত্তির পরিমাণ। ২০১৫ সালে নীতীশের সম্পত্তি ছিল ৫৮.৯৭ লক্ষ টাকার। অর্থাত্ সম্পত্তির পরিমাণ কমেছে। নীতীশের পাশাপাশি লালুপ্রসাদ যাদবের দুই ছেলে উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রতাপ যাদব ও স্বাস্থ্যমন্ত্রী তেজ প্রতাপ সহ বিহারের ২৮ মন্ত্রীই ২০১৬-র ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজেদের যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করেছেন।
তাতে প্রকাশ, নীতীশের অস্থাবর সম্পত্তি আছে ১৬.৪৯ লক্ষ টাকার। অস্থাবর সম্পত্তি বলতে নয়াদিল্লির হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট, যার বর্তমান বাজারমূল্য ৪০ লক্ষ টাকা। নীতীশ শাসক জনতা দল (ইউ)-এর জাতীয় সভাপতিও। তাঁর সচিবালয়ের ওয়েবসাইটে তুলে দেওয়া নথিতে প্রকাশ, নীতীশের দুটি গাড়ি। একটি ২০১৫ মডেলের ফোর্ড ইকোস্পোর্ট। অন্যটি ২০১৬ মডেলের হুন্ডাই গ্র্যান্ড আই টেন অ্যাস্টা। এছাড়া নীতীশের দশটি গোরু, পাঁচটি বাছুর আছে। তবে নীতীশের ৩.৭৯ লক্ষ টাকার একটি কার লোন বকেয়া রয়েছে। নীতীশের ছেলে নিশান্তের স্থাবর, অস্থাবর সম্পত্তির পরিমাণ ২.৩৬ কোটি টাকা। অর্থাত বাবার চেয়ে চারগুণের সামান্য বেশি তাঁর সম্পত্তি। ১.১১ কোটি টাকার অস্থাবর সম্পত্তি, ১.২৪ কোটি টাকার স্থাবর সম্পত্তি। নিশান্তের সম্পত্তির মধ্যে রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া পৈত্রিক কৃষিজমি, অন্য জমি, বাড়ি। প্রয়াত স্কুল শিক্ষিকা মায়ের প্রাপ্য আর্থিক সুযোগসুবিধাও (জিপিএফ, গ্র্যাচুইটি) তিনি পেয়েছেন।