এক্সপ্লোর
Advertisement
বিহারে ফের নীতীশ? না কি ম্যাজিক দেখাবেন তেজস্বী? করোনা আবহে রাত পোহালেই বিহারে প্রথম দফার ভোট
ফের বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার?না কি বাবার অনুপস্থিতিতে ম্যাজিক দেখাবেন লালু-পুত্র তেজস্বী? করোনা আবহে কাল থেকে শুরু হচ্ছে বিধানসভার নির্বাচন। কাল প্রথম দফায় ৭১ আসনে ভোটগ্রহণ। মূল লড়াই জেডিইউ-বিজেপির সঙ্গে আরজেডি-কংগ্রেস ও বামদলের মহাজোটের। ভোটের ফল ১০ নভেম্বর।
পটনা : ফের বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার?না কি বাবার অনুপস্থিতিতে ম্যাজিক দেখাবেন লালু-পুত্র তেজস্বী? করোনা আবহে কাল থেকে শুরু হচ্ছে বিধানসভার নির্বাচন। কাল প্রথম দফায় ৭১ আসনে ভোটগ্রহণ। মূল লড়াই জেডিইউ-বিজেপির সঙ্গে আরজেডি-কংগ্রেস ও বামদলের মহাজোটের। ভোটের ফল ১০ নভেম্বর।
বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও, নীতীশ কুমারের দলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বিজেপির শরিক এলজেপি। আর তাই প্রশ্ন উঠছে, সদ্য বাবা রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর ছেলে চিরাগ কি বিহারে চমক দিতে পারবেন?
একদিকে চিরাগ পাসোয়ান বলছেন, তিনি নরেন্দ্র মোদির প্রতি চিরকৃতজ্ঞ থাকবেন! আবার সেই চিরাগই মোদির দলের তরফে ঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতীশ কুমারকে হারানোর শপথ নিয়েছেন!
আর তাই প্রশ্ন উঠছে, আসলে কি শরিক নীতীশকে দুর্বল করতেই, পিছন থেকে কলকাঠি নেড়ে চিরাগকে তাঁর বিরুদ্ধে লড়াচ্ছে বিজেপি?
যাতে ভোটের ফল বেরোনোর পর, নীতীশের দল জেডিইউ কম সংখ্যক আসন পেলে, বিজেপি চিরাগের সাহায্যে নিজেদের কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসাবে?
২৪৩ আসনের বিহার বিধানসভার ভোটগ্রহণ। বুধবার প্রথম দফায় ১৬টি জেলার ৭১টি বিধানসভার আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ২ কোটির কিছু বেশি।
ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৬৬ জন প্রার্থীর।
এই প্রথম বিহারে বিধানসভা ভোট হচ্ছে, আর লালুপ্রসাদ যাদব ভোটের ময়দানে নেই! এখন তিনি জেলবন্দী। আর তাঁর অনুপস্থিতিতে বিজেপি-নীতীশ বিরোধী মহাজোটকে নেতৃত্ব দিচ্ছেন লালু-পুত্র তেজস্বী!
গোটা বিহার চষে বেড়িয়েছেন তিনি! মোদি-নীতীশকে একাই টক্কর দেওয়ার চেষ্টা করছেন বছর তিরিশের তেজস্বী যাদব। সঙ্গী রাহুল গান্ধীর কংগ্রেস এবং বাম দলগুলি।
ক্ষমতায় এলে ১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভোটযুদ্ধে নামা তেজস্বীর সভায় ভিড়ও হচ্ছে প্রচুর!...
পাল্টা বিজেপি-নীতীশের দাবি, সভায় ভিড় হচ্ছে কিন্তু ভোট পাবে না আরজেডি-কংগ্রেস!
বিজেপি-নীতীশের উদ্দেশে মহাজোটের একটাই প্রশ্ন, ১৫ বছর ক্ষমতায় থেকেও কেন কর্মসংস্থান ও শিল্পায়নে বিহার পেছনের সারিতে? কেন করোনা লকডাউনে বিহারের পরিযায়ী শ্রমিকদের জন্য কিচ্ছু করেননি মোদি এবং নীতীশ কুমার?
বিহার ভোটের আগে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ভিডিও বার্তায় দুর্বল অর্থনীতির জন্য নীতীশ সরকারকে আক্রমণ করেছেন। বিহারবাসী মহাজোটকে সমর্থন করবে বলে আশাপ্রকাশ করেছেন। কংগ্রেস সভানেত্রীর ভিডিও বার্তা ট্যুইট করেছেন রাহুল গাঁধী।
ভিডিও বার্তায় সনিয়া বলেছেন, ক্ষমতা এবং অহঙ্কারের জন্য বিহার সরকার দিশা হারিয়েছে। শ্রমিকরা অসহায়। কৃষকরা উদ্বিগ্ন। তরুণ প্রজন্ম হতাশ। অর্থনীতির ভঙ্গুর দশা। তার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। এই পরিস্থিতির কথা উল্লেখ করেই তাঁর ভিডিও বার্তায় নতুন বিহার গড়ার ডাক দিয়েছেন সনিয়া।
তাঁর ভিডিও বার্তা শেয়ার করে রাহুলের ট্যুইট, পরিবর্তনের হাওয়া এসেছে। নতুন বিহারের জন্য ঐক্যবদ্ধভাবে মহাজোটকে জেতানোর এটাই সময়।
দুর্নীতি ইস্যুতে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, অতীতে আমরা দেখেছি, দুর্নীতির জন্য কোনও শাস্তি দেওয়া হয়নি। পরের প্রজন্ম আরও বেশি ক্ষমতা নিয়ে দুর্নীতিতে লিপ্ত হয়েছে। এই কারণেই বহু রাজ্যে এটা রাজনৈতিক ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই দুর্নীতির পরিবারতন্ত্র দেশকে ক্ষতির মুখে ফেলেছে।
কংগ্রেস-আরজেডি বলছে, ক্ষমতায় এলে বিহারে বেকারত্ব ঘোঁচাবে তারা।
পাল্টা বিজেপির প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে তাঁরা বিহারবাসীকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেবে!
বিহারের ভোটে বিজেপির অন্যতম হাতিয়ার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তোলা প্রসঙ্গ।
নীতীশের দাবি, লালুর দল ক্ষমতায় ফিরলে বিহারে জঙ্গলরাজ ফিরবে।
বাম-কংগ্রেস-আরজেডির প্রতিশ্রুতি, নতুন প্রজন্মকে কর্মসংস্থান দেবে তারা।
বিহারবাসী কার প্রতিশ্রুতিতে সাড়া দেয় তার উত্তর জানা যাবে ১০ নভেম্বর।
বিহারে পরবর্তী দু’দফার ভোট ৩ ও ৭ নভেম্বর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement