এক্সপ্লোর
Advertisement
মন্ত্রিসভা ছাড়লেন বিজেপি-র দুই বিতর্কিত বিধায়ক, কাশ্মীর নিয়ে নয়াদিল্লিকে সচেতন হওয়ার আর্জি মেহবুবার
শ্রীনগর: শুক্রবারই জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি সত শর্মার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। শনিবার মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন লাল সিংহ ও চান্দের প্রকাশ গঙ্গা। এই দুই বিজেপি বিধায়ক কাঠুয়ায় ৮ বছরের শিশুর ধর্ষণ ও খুনে অভিযুক্তদের সমর্থনে মিছিলে যোগ দিয়েছিলেন। সেটা নিয়ে বিতর্কের জেরেই তাঁরা পদত্যাগ করতে বাধ্য হলেন।
বিজেপি-র দুই মন্ত্রী পদত্যাগ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর দাবি, এই দুর্ভাগ্যজনক ঘটনার মাধ্যমে রাজ্য ও সারা দেশের মানুষ একজোট হয়েছেন। রাজ্যে বিচারের পরিবেশ ফিরে এসেছে। এবার নয়াদিল্লিকে কাশ্মীর নিয়ে সচেতন হতে হবে।
কাঠুয়ার ঘটনা এবং হিন্দু একতা মঞ্চের মিছিলকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে জোট সরকারে জটিলতা দেখা দেওয়ায় জম্মু উড়ে যান বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি দলীয় নেতা ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। এরপরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন লাল ও গঙ্গা। তাঁদের পদত্যাগের পিছনে পিডিপি-র চাপ ছিল না বলে দাবি করেছেন মাধব।
শনিবার পিডিপি-ও বৈঠকে বসেছিল। এই বৈঠকের পর রক্তাক্ত অপরাধের বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান মেহবুবা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement