কংগ্রেসের প্রতীক দেবদেবীর ছবিতে! রাহুলের মন্তব্যের বিরুদ্ধে উত্তরপ্রদেশে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির
লখনউ: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ হাতিয়ার করে রাহুল গাঁধীর বিরুদ্ধে উত্তরপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাত দেবদেবী, সাধুসন্তদের ছবিতে দেখা গিয়েছে বলে গত বুধবারের এক দলীয় সভায় রাহুলের মন্তব্যের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে তারা।
তাদের অভিযোগ, ভোটপ্রচারে ধর্ম, জাতপাতের আবেগ উস্কে ভোট চাওয়া যাবে না, সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে এই নির্দেশ দিয়েছে, কিন্তু তা ভেঙেছেন কংগ্রেস সহ সভাপতি। বিজেপির প্রাক্তন বিধান পরিষদ সদস্য শ্যাম নন্দন সিংহের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার টি ভেঙ্কটেশের সঙ্গে দেখা করে রাহুল ও তাঁর দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। অভিযোগের সমর্থনে রাহুলের মন্তব্যের ভিডিও কপিও পেশ করেছে তারা। বলেছে, রাহুল গাঁধীর আচরণ শুধু সর্বোচ্চ আদালতের নির্দেশই নয়, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ (৩)-এরও পরিপন্থী। এজন্য কংগ্রেসের রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিলের দাবি জানায় বিজেপি প্রতিনিধি দলটি।