এক্সপ্লোর
গুজরাত, কর্নাটকে কংগ্রেসের মোকাবিলায় ওবিসি কমিশন বিল হাতিয়ার বিজেপির

নয়াদিল্লি: রাহুল গাঁধীর সঙ্গে দেখা করে গুজরাতের ওবিসি নেতা অল্পেশ ঠাকোর তাদের দলে যোগ দিচ্ছেন, তাই উজ্জীবিত কংগ্রেস। গুজরাত ও কর্নাটক বিধানসভা নির্বাচনে ওবিসি ভোট এবার ঝুলিতে আসবে বলে আশায় বুক বেঁধেছে সনিয়া গাঁধীর দল। অল্পেশ অবশ্য কিছুদিন আগে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন। বিজেপি তাঁর কংগ্রেসে যোগদানকে গুরুত্ব দিচ্ছে না। ঠাকোর নির্বাচনী রাজনীতিতে পরীক্ষিত নন বলে দাবি তাদের। জনৈক বিজেপি নেতার বক্তব্য, গুজরাত জুড়ে সব সম্প্রদায়ের মধ্যে ভিত আছে, এমন অনেক নেতা আছেন আমাদের। কংগ্রেসের মতো আমরা একজন বহিরাগতর ওপর এতটা নির্ভরশীল নই। ২২ বছরের ওপর কংগ্রেস ক্ষমতার বাইরে রয়েছে। শীর্ষ নেতাদেরও বেশ কয়েকজন দল ছেড়েছেন। তাঁদের নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ওবিসিভুক্ত সম্প্রদায় থেকে উঠে এসেছেন বলেও জানান তিনি। বিজেপি সূত্রের খবর, গুজরাতে ওবিসি-বন্ধু মুখ তুলে ধরতে সংসদের বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকারের আনা একটি সংবিধান সংশোধনী বিলকে তুলে ধরবে তারা। ওবিসি কমিশনকে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কমিশনের সমান সাংবিধানিক মর্যাদা দেওয়া ওই বিলের উদ্দেশ্য। বিলটি লোকসভায় পাশ হলেও কংগ্রেসের বিরোধিতায় রাজ্যসভায় আটকে গিয়েছে। পাশাপাশি ওবিসি পরিবারের জন্য ক্রিমি লেয়ারের ঊর্ধ্বসীমা ৬ থেকে বাড়িয়ে ৮ লক্ষ টাকা করা ও ওবিসি কোটার সাব ক্যাটাগরির বিষয়টি খতিয়ে দেখতে কমিশন গঠনের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকেও গুরুত্ব দিয়ে প্রচার করবে বিজেপি। ক্রিমি লেয়ারের ঊর্ধ্বসীমা বৃদ্ধির ফলে যেমন ওবিসি সম্প্রদায়গুলির মধ্যে তুলনামূলক স্বচ্ছলদের সুবিধা হবে, তেমনই প্রস্তাবিত কোটার সাব ক্যাটাগরি বিভাজনের ফলে অর্থনৈতিক ও সামাজিক ভাবে পিছিয়ে থাকা ওবিসি গোষ্ঠীগুলির সুবিধা হবে। গুজরাত রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও ওবিসি-দের সভায় হাজির হয়েছেন। কর্নাটকে কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজে পিছিয়ে পড়া গোষ্ঠী কুরুবার প্রতিনিধি। তিনি ওবিসি, দলিত, সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভরসা রাখছেন। সূত্রের খবর, সেখানেও গুজরাতের কৌশলেই এগনোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















