এক্সপ্লোর
দিল্লি পুরভোটে বিজেপির জয় দেখাচ্ছে, ইভিএম মানে এভরি ভোট মোদী, বললেন যোগী আদিত্যনাথ
লখনউ: দিল্লি পুরনির্বাচনে বিজেপির বিপুল জয়ই বুঝিয়ে দিচ্ছে, মানুষ ইভিএম মানে বোঝেন, এভরি ভোট মোদী। বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিনকয়েক আগে হওয়া দিল্লি পুরনির্বাচনে বিজেপি ১৮২টি ওয়ার্ডে জয়লাভ করেছে। দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি জিতেছে মাত্র ৪৮টি ওয়ার্ড। কংগ্রেসের অবস্থা আরও খারাপ, জিতেছে মোটে ২৯টি।
বিরোধীরা অভিযোগ করেছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম জালিয়াতিই রয়েছে উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের পিছনে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীবালও একই দাবি করেন। কিন্তু সেই দাবি উড়িয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখে বিজেপিকে ভোট দিয়েছেন মানুষ। ইভিএম তাঁদের কাছে এভরি ভোট মোদী। ভিআইপিদের লাল বাতি সংস্কৃতি বন্ধ করার জন্যও প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন তিনি। একইসঙ্গে বলেছেন, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চোখে পড়ার মত পরিবর্তন এসেছে, ভবিষ্যতেও এই পরিবর্তন দেখা যাবে। তাঁর কথায়, যারা আইন মানতে অনাগ্রহী, তারা উত্তরপ্রদেশ ছেড়ে চলে যেতে পারে। যারা এখানে থেকেও আইন মানবে না, তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement