এক্সপ্লোর
Advertisement
কালো টাকা: পাহারাদারের মতো নজরদারি চালাতে চায় না সরকার, জানালেন জেটলি
বেঙ্গালুরু: হিসাব-বর্হিভূত আয়ের ব্যাপারে সব তথ্য খোলসা করে জানিয়ে ‘মাথা উঁচু করে’ বাঁচতে দেশবাসীকে পরামর্শ অরুণ জেটলির। কোন কোন উত্স থেকে কালো টাকা তৈরি হয়, সরকার সে ব্যাপারে সম্পূর্ণ অবহিত বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে সরকারকে দেশবাসীর ওপর আস্থা, বিশ্বাস রাখে। তাই তাঁদের আর্থিক লেনদেনের ওপর পাহারাদারের মতো সরকারের নজরদারি চালানো ভাল দেখায় না, এও বলেন তিনি।
উপার্জন করলে কর দেওয়া উচিত, বিশেষ করে ভারতের মতো দেশে যেখানে করের হার যথেষ্ট ন্যায্য, এহেন অভিমত জানিয়ে জেটলি বলেন, আগামী দিনে কিন্তু কর না দিলে ধরে ফেলা হবেই। আয়কর দপ্তর সহ প্রত্যেকেই জানে, হিসাব-বর্হিভূত অর্থ কোথা থেকে আসে। কিন্তু কোনও সরকারের পক্ষেই বড়দার মতো সব কিছুর ওপর নজর রাখা শোভন নয়। এক অনুষ্ঠানে এ কথা বলেন জেটলি। সেইসঙ্গে তিনি এও বলেন, আমি আশা করব প্রত্যেক করদাতার কাছে স্বচ্ছতা বজায় রেখে চলার, রাতে যাতে ভাল ঘুম হয়, মাথা উঁচু থাকে, সেই সুযোগ আছে। যাঁরা ঠিকমতো কর দেন, তাঁরা ভয়মুক্ত জীবন কাটান। আমি নিশ্চিত, এটা দারুণ এক সুযোগ।
বলেন, ইনকাম ডিসক্লোজার স্কিমের (আইডিএস) পিছনে মূল ভাবনা হল, ভারতকে আরও বেশি করে করদানে উত্সাহী দেশে পরিণত করা।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকা চলতি স্কিমটিতে অতীতে যাঁরা পুরো কর দেননি, তাঁরা স্বেচ্ছায় গোপন আয় জানিয়ে সারচার্জ ও জরিমানা দিয়ে বিড়ম্বনার হাত থেকে বাঁচার সুযোগ পাবেন। যাঁরা হিসাব-বর্হিভূত আয় জানাবেন, তাঁদের নভেম্বরের মধ্যে মোট আয়করের ২৫ শতাংশ ও জরিমানা দেওয়ার সুযোগ পাবেন। আগামী বছরের মার্চ নাগাদ আরও ২৫ শতাংশ ও বাকিটা সেপ্টেম্বরের মধ্যে শোধ করার সময় পাবেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement