এক্সপ্লোর
Advertisement
গোয়ায় ঘুরে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থার, ছবি শেয়ার করলেন মুখ্যমন্ত্রী
লকডাউনের জেরে ঘরবন্দি হয়ে রয়েছেন মানুষ, বন্ধ যান চলাচল। তবে এর ফলে বেশ উন্নতি হয়েছে পরিবেশের। বিভিন্ন যায়গায় দেখা মিলেছে অনেক পশুপাখির। এবার এ বার গোয়ার এক অভয়ারণ্যে দেখা গেল ব্ল্যাক প্যান্থার।
গোয়া: লকডাউনের জেরে ঘরবন্দি হয়ে রয়েছেন মানুষ, বন্ধ যান চলাচল। তবে এর ফলে বেশ উন্নতি হয়েছে পরিবেশের। বিভিন্ন যায়গায় দেখা মিলেছে অনেক পশুপাখির। এবার এ বার গোয়ার এক অভয়ারণ্যে দেখা গেল ব্ল্যাক প্যান্থার।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত সম্প্রতি একটি টুইট করেছেন। সেখানেই নেত্রাবলী বন্যপ্রাণী অভয়ারণ্যে ক্যামেরাবন্দি এক ব্ল্যাক প্যান্থারের ছবি পোস্ট করেছেন। এই অভয়রাণ্যটি দক্ষিণ গোয়ায় অবস্থিত। প্রমোদ সাওয়ান্ত ব্ল্যাক প্যান্থারের ছবি ট্যুইট করে লেখেন, “নেত্রাভালি অভয়ারণ্যে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছে। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে তার ছবি।” তাঁর এই ট্যুইট ঘিরে পরিবেশপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এমনিতেই ব্ল্যাক প্যান্থার দুস্প্রাপ্য। সচরাচর তার দেখা মেলে না। জঙ্গলের গভীরে থাকা এই প্রাণীর দেখা পেয়েছে এমন ভাগ্যবানের সংখ্যা বেশ কম। তাই গোয়ার মুখ্যমন্ত্রীর শেয়ার করা ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।
পরিবেশ দূষণ কমে যাওয়ায় লকডাউনে হামেশাই দেখা মিলছে বিভিন্ন পশুপাখির। কখনও সমুদ্রের বিচ দখল করছে কচ্ছপের দল। কখনও পিচের রাস্তায় নেমে নাচছে ময়ূর। আবার কখনও রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে বিভিন্ন বন্যপ্রাণীকে। এবারও তেমনই একটি বিরল কাণ্ড ঘটল। হঠাৎ করেই দেখা দিয়ে গেল বিরল প্রজাতির কালো চিতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement