এক্সপ্লোর
পাত্র মদ্যপ, সিঁদুরদানের আগে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেল পাত্রী
বক্সার: বিহারের বক্সার জেলার এক গ্রামে পাত্র মদ্যপ অবস্থায় বিয়ে করতে যাওয়ার অভিযোগে, মণ্ডপ ছেড়ে চলে গেল পাত্রী। প্রসঙ্গত, বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র সিঁদুরদানই বাকি ছিল। ঠিক সেইমুহূর্তে পাত্র কেন মদ খেয়ে বিয়ে করতে এসেছে সেই অভিযোগে মণ্ডপ ছেড়ে বেরিয়ে যায় পাত্রী। প্রসঙ্গত, মদ নিষিদ্ধ বিহারে কেউ যদি লুকিয়ে মদ্যপান করে, তাহলে তার দশ বছর পর্যন্ত সাজাও হতে পারে।
পাত্রীর অভিযোগ সারা অনুষ্ঠানে সঠিকভাবে একটি মন্ত্রও উচ্চারণ করতে পারেনি বিট্টু পাণ্ডে নামের ওই চাষী। এমনকি সে নাকি সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। মেয়েটির দাবি, বিট্টু আগে থেকেই বিয়ে করে ফেলেছে মদকে। সেখানে তার আর বিয়ের প্রয়োজন নেই। তাই অগত্যা খালি হাতেই ফিরে আসতে হয়েছে বিট্টু ও তার পরিবারকে। এই বিয়ের জন্যে বিহারের রোহতাস জেলা থেকে ৭০ কিলোমিটার পেরিয়ে বক্সারের সুজাতপুর গ্রামে এসেছিল বিট্টু ও তার পরিবার।
তবে ইদানিংকালে বিহারে একাধিকবার পাত্রের অভব্য আচরণ বা অন্যায় দাবির প্রতিবাদে বিয়ের মঞ্চ ছেড়ে চলে গেছে পাত্রী। এরআগে গত ২৯ এপ্রিল সমস্তিপুর জেলার দুমারিয়া গ্রামে পণ নিয়ে দরাদরির জেরে বিয়ে বাতিল করে দেয় এক পাত্রী। গত সপ্তাহেই এক পাত্রী পাত্রের গায়ের রং কালো বলে বিয়ের মণ্ডপে দাবি করে, ওই পাত্র তার যোগ্য নয়। ঘটনাটি ঘটেছিল পটনা থেকে ১২৫ কিমি দূরত্বে বিহারের বেগুসরাই জেলার বখরি গ্রামে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement