এক্সপ্লোর
চলতি অর্থবর্ষের শেষ থেকেই পরীক্ষামূলকভাবে ৫ জি পরিষেবা শুরু করতে পারে বিএসএনএল, ডেটা স্পিড 10Gbps

নয়াদিল্লি: চলতি অর্থবর্ষের শেষের দিক থেকে পরীক্ষামূলকভাবে ৫জি পরিষেবা শুরু করার ব্যাপারে আশাবাদী রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। কোম্পানির চেয়ারম্যান তথা এমডি অনুপম শ্রীবাস্তব এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ৫ জি পরিষেবা নিয়ে নোকিয়ার সঙ্গে কথাবার্তা হয়েছে। এরপর এই পরিষেবা সম্পর্কে প্রয়োজনীয় বিষয় সম্পর্কে কথা বলা হবে। তারপরই পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু হবে। চলতি অর্থবর্ষের শেষ হওয়ার আগেই তা শুরু হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন শ্রীবাস্তব। ৫ জি পরিষেবার প্রয়োজনীয় সরঞ্জাম সংক্রান্ত ব্যাপারে বিএসএনএল লার্সেন অ্যান্ড টুব্রো এবং এইচপি-র সঙ্গে কথাবার্তা শুরু করেছে। নেটওয়ার্ক সংস্থা কোরিয়েন্টের সঙ্গে ৫ জি প্রযুক্তি সংক্রান্ত নলেজ শেয়ারিং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের অবকাশে এ কথা জানিয়েছেন শ্রীবাস্তব। এই চুক্তি অনুসারে কোরিয়েন্ট ও বিএসএনএল ৫ জি বিষয়ে নেটওয়ার্ক সংক্রান্ত পরিকাঠামো ও পরিষেবা উদ্ভাবন নিয়ে পরস্পরকে সহযোগিতা করবে। বিএসএনএল এমডি জানিয়েছেন, এটি নলেজ শেয়ারিং চুক্তি মাত্র। এতে কোনও বাণিজ্যিক বিষয় নয়। এর মাধ্যমে ৫ জি পরিষেবা সম্পর্কে আরও বেশি ধারনা পাওয়া যাবে। শ্রীবাস্তব জানিয়েছেন, ৫ জি নেটওয়ার্কের স্পিড ৪ জি-র থেকেও অনেক বেশি হবে। তিনি আরও বলেছেন, বিএসএনএলের কাছে রয়েছে সাত লক্ষ কিলোমিটারের বেশি অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক রয়েছে, যা দ্রুতগতির ডেটা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। ৫ জি পরিষেবার ডেটা স্পিড হবে 10Gbps। এরফলে মুহুর্তের ফলে ফাইল ডাউনলোড হয়ে যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















