Budget 2021 PM Modi Speech: ভারতকে আত্মনির্ভর করতেই আজকের বাজেট, টিম অর্থমন্ত্রকের প্রশংসায় প্রধানমন্ত্রী
Union Budget 2021: মোদি বলেন, ‘করোনা সম্পূর্ণ মানবজাতির ভিত নাড়িয়ে দিয়েছে....

নয়াদিল্লি: সংসদে নির্মলা সীতারমণের পেশ করা বাজেট নিয়ে উচ্ছ্বসিত প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। অত্যন্ত সক্রিয় ও স্বচ্ছ বাজেট পেশ করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের গোটা টিমকে সাধুবাদ জানান তিনি।
মোদি জানান, কোভিড-১৯ অতিমারীর মোকাবিলা করছে দেশ। এই বাজেটে স্বাস্থ্যের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, এবারের বাজেটে প্রত্যেক নাগরিকের ক্ষমতায়ণের কথা বলা হয়েছে। তাঁর মতে, এই বাজেট আত্মনির্ভর ভারতের দিশা দেখাবে।
মোদি বলেন, ‘করোনা সম্পূর্ণ মানবজাতির ভিত নাড়িয়ে দিয়েছে। ভারতকে আত্মনির্ভর করতেই আজকের বাজেট। এই বাজেট পরিকাঠামো নির্মাণ, সংস্কার, কর্মসংস্থানের।
প্রধানমন্ত্রী বলেন, ‘পরিকাঠামো ক্ষেত্রে আজকের বাজেট সংস্কার নিয়ে আসবে। বাজেট পেশের দু-এক ঘণ্টার মধ্যেই যার রেশ পড়েছে। বাজেটে স্বচ্ছতা রাখার চেষ্টা করেছে সরকার।
মোদির মতে, ‘এই বাজেটে এমএসএমই ও পরিকাঠামো জুড়ে দেওয়া হয়েছে। লেহ-লাদাখের উন্নয়নেও বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলির উন্নয়নে এই বাজেট বিশেষ কার্যকর হবে।’
তিনি যোগ করেন, ‘কৃষিক্ষেত্রে উন্নয়ন, চাষিদের আয়বৃদ্ধিতে বিশেষ নজর। এই বাজেটের হৃদয়ে আছে গ্রাম ও কৃষকরা।’
এদিন বাজেটের শুরুতে সীতারমণ বলেন, ‘অভূতপূর্ব পরিস্থিতিতে এই বাজেট। অনেকে হারিয়েছেন প্রিয়জনকে, হারিয়েছেন টাকাপয়সা। লকডাউন না করলে আরও প্রাণ হারানোর আশঙ্কা ছিল। করোনার ফলে প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে।
তিনি বলেন, ‘৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া হয়েছে। ৪০ কোটি কৃষক ও বয়স্কদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নগদ। করোনা-কালে ২৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ আরবিআই-এর।
নির্মলা বলেন, ‘করোনা-কালে ৫টি মিনি বাজেট ঘোষণা করে মোদি সরকার। প্রতি ১০ লক্ষে মৃত্যু হার কমেছে উল্লেখযোগ্য হারে। জিডিপি-র ১৩ শতাংশ খরচ হচ্ছে আত্মনির্ভর প্যাকেজে।’
এদিন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে সীতারমণ বলেন, ‘বাজেট এমন হবে যাতে ঘুরে দাঁড়ানো সহজ হয়। আমরা আত্মনির্ভরতার লক্ষে বাজেট তৈরি করছি।
স্বাস্থ্যের ওপর বাড়তি গুরুত্ব দিতে বাজেটে জোর কেন্দ্রের। আগামী অর্থবর্ষে ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হবে বলে ঘোষণা করলেন নির্মলা সীতারমণ। এর ফলে, গতবারের তুলনায় স্বাস্থ্যখাতের বরাদ্দ বৃদ্ধি করা হল ১৩৭ %।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
