এক্সপ্লোর
Advertisement
দোষী ঘোষণা ও ৬ মাসের কারাবাসের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন কারনানের
নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান সুপ্রিম কোর্টে। আদালত অবমাননার দায়ে তাঁর সাজা হয়েছে, ৬ মাসের কারাবাসের নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। আজ দোষী সাব্যস্ত করা ও সাজার রায়কে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন বিচারপতি সি এস কারনান। রায় ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছেন তিনি। তাঁকে এই মামলায় গ্রেফতার করতে বলেছে শীর্ষ আদালতই। প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চে আবেদন পেশ করেছেন তিনি। শুনতে রাজি হয়েছে বেঞ্চ।
এদিন প্রধান বিচারপতি জে এস খেহর প্রথমে কারনানের প্রতিনিধিত্বকারী কৌঁসুলি ম্যাথুজ জে নেদুমপারার কাছ থেকে কাগজপত্র দেখতে চান। তাঁকে যে কারনান নিযুক্ত করেছেন, তার প্রমাণ চান। পাশাপাশি কারনান কোথায় রয়েছেন, জানতে চান। নেদু্মপারা জানান, কারনান চেন্নাইয়ে রয়েছেন। ১২ জন কৌঁসুলি কারনানের হয়ে মামলা লড়তে রাজি হননি বলে জানান তিনি।
দেশের বিচারবিভাগের ইতিহাসে এই প্রথম কোনও কর্মরত বিচারকের আদালত অবমাননার দায়ে এ ধরনের সাজা হল।
৬১ বছর বয়সি কারনান এ বছরের গোড়ায় মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি থাকাকালে ২০ জন বিচারপতির নাম ঘোষণা করে দাবি করেন, এঁরা সবাই দুর্নীতিগ্রস্ত, তদন্ত হোক এঁদের বিরুদ্ধে। এমনকী তদন্তের দাবি করে তিনি চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। সব মিলিয়ে উচ্চ আদালতের রোষের মুখে পড়েন তিনি। মাদ্রাজ হাইকোর্ট থেকে তাঁকে বদলি করা হয় কলকাতা হাইকোর্টে। যদিও তিনি দলিত বলেই তাঁর ওপর কোপ পড়ল বলে অভিযোগ কারনানের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement