এক্সপ্লোর
Advertisement
রেখা-সচিনরা টানা কতদিন না এসে পারেন, প্রশ্ন রাজ্যসভায়
নয়াদিল্লি: নির্বাচিত সাংসদরা একটানা কতদিন রাজ্যসভাতে অনুপস্থিত থাকতে পারেন, প্রশ্ন তুললেন সমাজবাদী পার্টির এমপি নরেশ অগ্রবাল। তাঁর বক্তব্যে তিনি ক্রিকেট তারকা সচিন তেণ্ডুলকর এবং বলিউড অভিনেত্রী রেখার দীর্ঘদিন অনুপস্থিত থাকার কথাও উল্লেখ করেছেন। সমাজবাদী পার্টির ওই সাংসদ মনে করেন, কেউ যদি আগ্রহী না হন, তাহলে কি তাঁদের উচিৎ নয় পদত্যাগ করা।
আজ তিনি প্রসঙ্গটি তোলেন পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে। এরপরই ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিএন দাবি করেন, এটা পয়েন্ট অফ অর্ডারের বিষয়ই না। তিনি নিজে তাঁর দফতর কাজে লাগিয়ে নির্বাচিত ওই সাংসদদের রাজ্যসভায় আসতে অনুরোধ করতে পারেন। এরপরই অগ্রবাল পাল্টা বলেন, যদি তাঁর চেয়ার তাঁকে সেই সম্মান দেয়, তাহলে তিনি নিশ্চয়ই তাঁর মতো করে চেষ্টা করবেন।
প্রসঙ্গত, রাজ্যসভার প্রায় ১২ জন সাংসদ রয়েছেন যাঁরা সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা এবং শিল্পকলার সঙ্গে যুক্ত। তাঁরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন রাজ্যসভায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement