এক্সপ্লোর
Advertisement
গোহত্যা ও পশু পাচারে কঠোর এনএসএ, গ্যাংস্টার আইনে মামলা উত্তরপ্রদেশে
লখনউ: গোহত্যা ও দুধেল প্রাণীর অবৈধ পাচারে জড়িতদের কঠোর জাতীয় সুরক্ষা আইন (এনএসএ) ও গ্যাংস্টার আইনে মামলা দায়ের করা হবে। এমনই কড়া হুঁশিয়ারি দিল উত্তরপ্রদেশ পুলিশ। এই মর্মে রাজ্য পুলিশের ডিজি সুলখান সিংহর নির্দেশিকা সমস্ত জেলার পুলিস প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
গোহত্যা ও দুধের প্রাণীর অবৈধ পরিবহণ সংক্রান্ত নিষেধাজ্ঞা পূর্বতন অখিলেশ সিংহ যাদব সরকারের আমলেই জারি হয়েছিল। কিন্তু তা এর আগে কঠোরভাবে প্রয়োগ করা হয়নি।
এনএসএ-র আওতায় ধৃতকে সরকার যতদিন খুশি আটক রাখতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক রাখার কারণ জানাতে বাধ্য নয় কর্তৃপক্ষ।
অন্যদিকে, গ্যাংস্টার আইনে ধৃত ব্যক্তির নাম পুলিশ রেকর্ডে থাকা গ্যাং তালিকার অন্তর্ভূক্ত হবে। এই আইনে ধৃতদের গতিবিধিতে নজরদারি চালাতে পারবে পুলিশ এবং নতুন কোনও মামলা তার বিরুদ্ধে রুজু না হলেও তাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারবে পুলিশ।
সাধারণ ক্ষেত্রে যেখানে সর্বোচ্চ ১৪ দিনের হেফাজত চাইতে পারে পুলিশ, সেখানে এই আইনে সর্বোচ্চ দুই মাসের হেফাজত চাওয়া যাবে।
গোহত্যা ও প্রাণী পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ধারা প্রয়োগের নির্দেশের পাশাপাশি জিজি জেলাগুলির পুলিশ কর্তাদের কাছে গোরক্ষা, নৈতিকতা, ধর্মান্তরণ ও দুধেল প্রাণী পাচারের চেষ্টা রোখার নামে তথাকথিত ‘নজরদারদের’ বেআইনি কাজকর্ম ‘কার্যকরীভাবে নিয়ন্ত্রণের’ নির্দেশ দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement