এক্সপ্লোর
Advertisement
সিবিএসই প্রশ্ন ফাঁস: বোর্ডের চেয়ারপার্সনকে পাঠানো ই-মেল নিয়ে গুগলের জবাব তলব দিল্লি পুলিশের
নয়াদিল্লি: সিবিএসই প্রশ্ন ফাঁস কাণ্ডে বোর্ডের চেয়ারপার্সন অনিতা কারওয়ালকে পাঠানো ই-মেল নিয়ে গুগলের কাছ থেকে জবাব চাইল দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ। অন্যদিকে, তদন্তকারীরা ১০টি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সন্ধান পেয়েছেন। প্রতিটি গ্রুপে ৫০ থেকে ৬০ জন করে সদস্য আছেন। প্রশ্ন ফাঁস হওয়ার সঙ্গে এই গ্রুপগুলির যোগ আছে বলেই সন্দেহ পুলিশের। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে যাওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতি ও দশম শ্রেণির অঙ্ক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় শিক্ষাসচিব অনিল স্বরূপ জানিয়েছেন, ২৫ এপ্রিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা ফের নেওয়া হবে। দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা ফের নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী দু’সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি অঙ্ক পরীক্ষা ফের নেওয়া হয়, তাহলে জুলাইয়ে এই পরীক্ষা হতে পারে।
ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিরোধী দলগুলিও প্রশ্ন ফাঁসকাণ্ডে বিক্ষোভ দেখাচ্ছে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ও সিবিএসই চেয়ারপার্সনের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে আবার ছাত্র-ছাত্রীদের ফের পরীক্ষা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement