এক্সপ্লোর
Advertisement
যুদ্ধবিরতি লঙ্ঘন: ভারতীয় আউটপোস্টগুলিকে নিশানা করতে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করেছে পাকিস্তান
নয়াদিল্লি: ফের যুদ্ধবিরতি ভেঙে নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান। তাদের এই গোলাবর্ষণে সেনাবাহিনীর এক তরুণ ক্যাপ্টেন ও তিন জওয়ান শহিদ হয়েছেন।
জানা গেছে, এবার একধাপ এগিয়ে ভারতীয় আউটপোস্টগুলিকে নিশানা করতে পাকিস্তান অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (এটিজিএম) ব্যবহার করেছে। এর আগে পাকিস্তান মর্টার ও মেশিন গান ব্যবহার করত। এবার এটিজিএম ব্যবহার করছে।
এটিজিএম হল একটি গাইডেড মিসাইল, যা প্রধানত ভারী সাজোঁয়া সামরিক গাড়ি ধ্বংস করতে ব্যবহার করা হয়।
এছাড়াও ইদানিং পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে আরও একটি প্রবনতা দেখা যাচ্ছে। সেটি হল ভারতীয় এলাকায় জনবসতিকে নিশানা করা। পাক বাহিনী যথেচ্ছভাবে জনবসতি লক্ষ্য করেও গুলিগোলা ছুঁড়ছে।
গতকাল রবিবারের রাজৌরিতে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জম্মু ও কাশ্মীরের ৮৪ টি স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী হনসরাজ আহির বলেছেন, পাকিস্তানের এই কুকর্ম বরদাস্ত করা হবে না। এজন্য পাকিস্তানকে অনেক বেশি মূল্য চোকাতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement