এক্সপ্লোর
দিল্লির জন্য পূর্ণ রাজ্যের মর্যাদা চেয়ে আদালতে কেজরী সরকার, সুপ্রিম কোর্টে শুনানি সোমবার
নয়াদিল্লি: পূর্ণ রাজ্য হিসেবে দিল্লির স্বীকৃতি চেয়ে অরবিন্দ কেজরীবাল সরকারের আবেদনের ওপর সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। শীর্ষ আদালতে কেজরী সরকার অভিযোগ করেছে, লেফটেন্যান্ট গভর্নরকে দিয়ে তাদের প্রশাসনিক ক্ষমতা পদে পদে খর্ব করছে কেন্দ্রীয় সরকার। তাই শীর্ষ আদালত স্পষ্টভাবে নির্ধারণ করে দিক, কেন্দ্রের প্রতিনিধি লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতার পরিধি ঠিক কতটুকু, যাতে কেউ কারও কাজে হস্তক্ষেপ না করতে পারে। দিল্লি পুলিশ যাতে কেন্দ্রের বদলে দিল্লি সরকারের আওতায় আসে, তারও দাবি করেছে তারা। বিশাল জনসমর্থন নিয়ে গত বছর দিল্লিতে কেজরীবাল সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই কেন্দ্রের সঙ্গে পদে পদে সংঘর্ষ বেধেছে তাদের। কেজরীর বক্তব্য, লেফটেন্যান্ট গভর্নরের সম্মতি ছাড়া কোনও সিদ্ধান্ত নিতে পারছে না আপ সরকার, তারা সিভিল সার্ভিস স্তরের অফিসারদের মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নিলেও কেন্দ্রের প্রতিনিধি লেফটেন্যান্ট গভর্নর তা খারিজ করে দিয়েছেন। দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে এফআইআরে রাজি নয় দিল্লি পুলিশের দুর্নীতি বিরোধী শাখা। তাই তাদের দাবি, বিষয়টি এবার নিষ্পত্তি হোক, দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়ে নিয়ে আসা হোক অন্য রাজ্যগুলির স্তরে। সুপ্রিম কোর্ট বিষয়টির জরুরি ভিত্তির শুনানিতে রাজি হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















