এক্সপ্লোর
Advertisement
চণ্ডীগড়ে স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে ধর্ষণের শিকার ১২ বছরের ছাত্রী
চণ্ডীগড়: স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হল ১২ বছরের এক ছাত্রী। তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অস্ত্রধারী এক দুষ্কৃতী।
পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণীর ওই ছাত্রী স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের পর বাড়ি ফিরছিল। পথে ওই দুষ্কৃতী তাকে শিশুদের একটি পার্কে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। চণ্ডীগড় সেক্টর ৩-তে এই ঘটনা ঘটেছে।
সম্প্রতি চণ্ডীগড়েই এক তরুণীকে পিছু ধাওয়া করার ঘটনা ঘিরে সারা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত হরিয়ানার বিজেপি সভাপতির ছেলে ও তাঁর সঙ্গী এক যুবক।
কয়েকদিন আগেই মহিলারা শহরে একটি মোমবাতি মিছিল করেছিলেন। রাস্তাঘাটে তাঁদের চলাফেরার অধিকারের বার্তা দিতেই এই মিছিল হয়। সন্ধের পর যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রনাধীন শহরের যে রাস্তাগুলি মহিলাদের জন্য নিরাপদ নয় বলে পরিচিত, মিছিলটি সেই রাস্তাগুলি ধরেই এগিয়েছিল। এর কয়েকদিনের মধ্যেই কিশোরী ছাত্রীকে টেনে নিয়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনার সাক্ষী থাকল চণ্ডীগড়।
দিনের বেলাতেই দুষ্কৃতীর লালসার শিকার হয়েছে ওই ছাত্রী। স্বাধীনতা দিবস উদযাপনের কারণে ওই এলাকায় রাস্তায় গাড়ি চলাচল কম ছিল।
পুলিশ জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে তার বয়ানও রেকর্ড করা হচ্ছে।
অপহরণ ও ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।
জানা গেছে, কাউকে ঘটনার কথা বললে ভয়াবহ পরিণতি হবে, এই ভয় দেখিয়ে দুষ্কৃতী ওই ছাত্রীকে ছেড়ে দেয়। বাড়িতে এসে ছাত্রীটি সব ঘটনার কথা জানায়। এরপর বাড়ির লোকজন পুলিশের কাছে অভিযোগ জানান।
দীর্ঘদিন ধরেই মহিলা ও শিশুদের জন্য নিরাপদ শহর হিসেবে চণ্ডীগড়ের সুনাম ছিল। কিন্তু বিগত কয়েক বছরে শিশুদের প্রতি অপরাধের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে এই শহরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement