এক্সপ্লোর
চণ্ডীগড় পিছু ধাওয়া মামলা: অভিযুক্ত বিকাশ বারালার জামিনের আর্জি খারিজ
![চণ্ডীগড় পিছু ধাওয়া মামলা: অভিযুক্ত বিকাশ বারালার জামিনের আর্জি খারিজ Chandigarh Stalking Bail Plea Of Haryana Bjp Chiefs Son Vikas Barala Rejected চণ্ডীগড় পিছু ধাওয়া মামলা: অভিযুক্ত বিকাশ বারালার জামিনের আর্জি খারিজ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/12172106/vikas-barala.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চণ্ডীগড়: চণ্ডীগড়ে এক তরুণীর পিছু ধাওয়া ও তাঁকে অপহরণের চেষ্টায় অভিযুক্ত হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ বারালার জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। বিকাশের সঙ্গী আশিষ কুমারেরও জামিনের আর্জি খারিজ হয়েছে।
চলতি মাসের গোড়ায় রাতে চণ্ডীগড়ে আইএএস অফিসারের ২৯ বছরের কন্যা বর্ণিকা কুন্ডুকে পিছু ধাওয়া করা এবং তাঁকে অপহরণের চেষ্টার ঘটনায় সারা দেশে চাঞ্চল্য তৈরি হয়েছিল।
ঘটনার দিন ৪ আগস্ট রাতেই বিকাশ ও তাঁর সঙ্গী আশিষকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু থানা থেকেই তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য অপহরণের চেষ্টার অভিযোগ সংক্রান্ত ধারা বাদ দেওয়ায় সমালোচনার মুখে পড়েছিল পুলিশ।
বিভিন্ন মহলে সমালোচনার পর গত ৯ আগস্ট পুলিশ অপহরণের চেষ্টার অভিযোগ ফের যুক্ত করা হয়। এরপর বিকাশ ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করা হয়।
হরিয়ানার অতিরিক্ত মুখ্য সচিব ভি এস কুন্ডুর মেয়ে বর্ণিকা অভিযোগ করেছিলেন যে, মত্ত অবস্থায় দুই অভিযুক্ত তাঁর গাড়ির পিছু ধাওয়া করে। ভয় দেখিয়ে তাঁকে অপহরণের চেষ্টা করাও হয় বলেও অভিযোগ করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অফবিট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)