এক্সপ্লোর
Advertisement
বর্ণিকা কাণ্ড: পাঁচ মাস হাজতবাসের পর জামিন পেলেন হরিয়ানার বিজেপি নেতার ছেলে বিকাশ বারালা
নয়াদিল্লি: মাস পাঁচেক আগে গাড়ি নিয়ে চণ্ডীগড়ের রাস্তায় আইএএস আধিকারিকের কন্যার পিছু ধাওয়া করেছিলেন চণ্ডীগড়ের বিজেপি সভাপতি সুভাস বারালার ছেলে বিকাশ বারালা ও তাঁর এক বন্ধু। এই ঘটনায় প্রথমে পুলিশ বিকাশকে গ্রেফতার করলেও, ঘণ্টাখানেকের মধ্যে ছেড়েও দেয়। এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সমালোচনার মুখে নড়েচড়ে বসে বিজেপিও। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। জেল হয় বিকাশের। দীর্ঘ পাঁচমাস হাজতবাসের পর অবশেষে আজ জামিন পেলেন বিকাশ।
তবে বিকাশের জামিনের ঠিক ৪৮ ঘণ্টা আগে বর্ণিকাকে থানায় ডেকে প্রায় টানা পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, তাঁকে প্রায় পাঁচশোর মতো প্রশ্ন করা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা বর্ণিকার জীবন নিয়ে একাধিক প্রশ্নও করেছেন, জানতে চেয়েছেন, সে রাতে ঘটনার পরেই তিনি তাঁর মাকে জানিয়েছিলেন কিনা।
৪ অগাস্ট রাতে বর্ণিকা যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর পিছু নেন বিকাশ ও তাঁর বন্ধু। সেই সময় ঘড়িতে রাত এগারোটা বেজে ছিল। আজ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বিকাশের জামিন মঞ্জুর করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
অটো
Advertisement