এক্সপ্লোর
Advertisement
রায়পুরের নন্দনবনে পর্যটকদের বাসের পিছু ধাওয়া বাঘের, ভিডিও সামনে আসার পর বরখাস্ত চালক ও গাইড
ছত্তিশগঢ়ের রায়পুরের নন্দনবনে জঙ্গল সাফারিতে রোমহর্ষক ঘটনা। পর্যটকদের বাসের পিছু ধাওয়া একটি বাঘের। নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল লঙ্ঘনের জন্য এই ঘটনায় পার্কের দুই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।
রায়পুর: ছত্তিশগঢ়ের রায়পুরের নন্দনবনে জঙ্গল সাফারিতে রোমহর্ষক ঘটনা। পর্যটকদের বাসের পিছু ধাওয়া একটি বাঘের। নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল লঙ্ঘনের জন্য এই ঘটনায় পার্কের দুই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, একদল পর্যটক জঙ্গল সাফারিতে গিয়েছিলেন। সেই সময় রাস্তায় তাঁর দুটি বাঘ লড়াই করছিল। এরইমধ্যে একটি বাঘ আচমকাই পর্যটকদের বাসের জানালার পর্দা কামড়ে ধরার চেষ্টা করে। বাঘটি এভাবে বাসের ওপর হামলা চালানোর চেষ্টা করলে এক পর্যটক দ্রুত বাসটিকে চালিয়ে নিয়ে যেতে বলেন। বাসটি চলতে শুরু করলে বাঘটি বাসের পিছু ধাওয়া করে।
পদস্থ আধিকারিকদের নজরে এই ভিডিওটি আসে। এরপর ওই বাসের চালক ও গাইডকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
নন্দনবন জঙ্গল সাফারি ডিরেক্টর এম মার্সি বেল্লা বলেছেন, গাড়ির চালক ওমপ্রকাশ ভারতী ও গাইড নবীন পুনারিয়াকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। তাঁরা সাফারির জন্য নির্ধারিত প্রোটোকল উপেক্ষা করেছেন। তিনি বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ভিডিওটি তুলেছিলেন গাইড। গাইড ও গাড়ির চালকদের প্রাণী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এই দুই কর্মী প্রোটোকল ভঙ্গ করেন। গাড়ির গতি বাড়ানোর পরিবর্তে তাঁদের অপেক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করা উচিত ছিল। সাফারি ডিরেক্টর বলেছেন, ওই পর্যটক গাড়ির দায়িত্বে থাকা ফরেস্ট গার্ডকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।Very disappointed to see this Video from safari park Raipur, see it to belive. Is CZA not on Twitter? The tigers in this zoo hv become dangerously used to humans and incidents like these will only make it worse. @ntca_india @AnupKNayak @moefcc pic.twitter.com/gPBZIdmLar
— Randeep Hooda (@RandeepHooda) February 15, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement