নির্বাচন কমিশনের সমালোচনা করায় চিদম্বরমকে তোপ বিজেপির
আমদাবাদ: নির্বাচন কমিশনের সমালোচনা করায় পি চিদম্বরমকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে তোপ দাগল বিজেপি।
গুজরাতের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা না করায় নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর তীর্যক ট্যুইট, গুজরাত সরকার সমস্ত ছাড় ও প্রতিশ্রুতি ঘোষণার পর নির্বাচন কমিশনের শীত ঘুম ভাঙবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাতের ভোটের দিন ঘোষণার দায়িত্ব দিয়েছে কমিশন। প্রধানমন্ত্রী তাঁর শেষ প্রচার সভায় সেই দিন ঘোষণা করবেন।
কমিশনকে এভাবে সমালোচনা করায় কংগ্রেস নেতাকে বিজেপি মুখপাত্র জিভিএল নরসিংহ রাও পাল্টা বলেন, চিদম্বরম সম্ভবত তাঁর জন্ডিসে-আক্রান্ত চোখ দিয়ে দেখছেন নির্বাচন কমিশনকে। তাঁর অভিযোগ, সাংবিধানিক ক্ষমতা না থাকা সত্ত্বেও সনিয়া গাঁধী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে রিমোট-কন্ট্রোল দ্বারা পরিচালিত করতেন। একইসঙ্গে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে নিজের অঙ্গুলিহেলনে চালাতেন। নরসিংহের দাবি, সেখানে বর্তমান প্রধাবনমন্ত্রী নরেন্দ্র মোদী গণতন্ত্রের প্রতিভূ। তিনি কোনওভাবেই প্রতিষ্ঠানিক কাজকর্মে হস্তক্ষেপ করেন না।
কংগ্রেসকে আক্রমণ করার পাশাপাশি, এদিন নির্বাচন কমিশনের স্বপক্ষে জোর সওয়াল করেন নরসিংহ। তাঁর মতে, মডেল কোড অফ কন্ডাক্ট ৪৫ দিনের বেশি কার্যকর থাকতে পারে না। গুজরাতের নির্বাচন হওয়ার কথা ডিসেম্বরে। ফলত, এখনই নির্ঘণ্ট ঘোষণা না করে ঠিকই করেছে কমিশন। তিনি যোগ করেন, দল হারবে জেনে এখন থেকেই ‘রাহুল বাঁচাও’ প্রচারের অঙ্গ হিসেবে কমিশনকে নিশানা করছে কংগ্রেস।
নরসিংহ ছাড়াও এদিন চিদম্বরমের সমালোচনায় মুখর হন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁর দাবি, চিদম্বরম ও কংগ্রেস আসন্ন নির্বাচন নিয়ে ভীত। তিনি জানিয়ে দেন, নির্বাচন সঠিক সময়েই হবে।