এক্সপ্লোর
Advertisement
বিমান মিস হওয়ার পর মিথ্যা বোমাতঙ্ক ছড়ানোয় আটক করা হল এই কোরিওগ্রাফারকে
জয়পুর/নয়াদিল্লি: সময় বিমানবন্দরে না পৌঁছতে পারার জন্যে জয়পুর-মুম্বই ইন্ডিগো বিমান মিস করেন এই কোরিওগ্রাফার। বিমান মিস করার দুঃখে বিমানে বোমা রয়েছে, এই বলে ইন্ডিগোর গুরুগ্রাম কলসেন্টারে একটি ফোন করেন ওই ব্যক্তি। সেখানে ফোন করে উনি বলেন, ফ্লাইট নম্বর ৬ ই ২১৮-এতে বোমা রাখা রয়েছে। এরপরই ইন্ডিগো কর্তৃপক্ষ জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইএসএফ টিমকে সজাগ করে।
প্রসঙ্গত, ভোর পাঁচটায় ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। কিন্তু ৪.৫২ মিনিটে ফ্লাইট ছেড়ে যায়। এর জেরেই এই বিপত্তি। কোরিওগ্রাফার মোহিত কুমার ট্যাঙ্ক সময় মতো বিমানবন্দর না পৌঁছনোয় ফ্লাইট মিস করেন। এরপর ভোর সাড়ে পাঁচটায় মিথ্যে বোমাতঙ্ক ছড়িয়ে ফোনটি করেন ওই ব্যক্তি। এই ফোন আসার পরই সিকিউরিটি চেক করা হয়, এবং সত্যিটা সামনে আসে। তখনই জানা যায় মিথ্যা বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। এরপরই ইন্ডিগোর স্বাভাবিক পরিষে্বা চালু হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement