এক্সপ্লোর
কাল সকালে ভোপালে দশেরা ময়দানে অনশনে বসছেন, কৃষকদের কথা শুনবেন শিবরাজ
ভোপাল: সাম্প্রতিক কৃষক বিক্ষোভ, আন্দোলনে উত্তাল হয়ে ওঠা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান রাজ্য রাজধানীর দশেরা ময়দানে আগামীকাল অনশনে বসছেন। কৃষকদের অভাব-অভিযোগ শুনবেন তিনি।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, খোলা আকাশের নীচে অনশনে বসে সরকার চালাব যাতে চাষিরা আলোচনার জন্য আমার কাছে আসতে পারেন। কাল সকাল ১১টায় দশেরা ময়দানে বসব। শান্তি ফেরাতে অনশন করব। লোকজন এসে আমার সঙ্গে কথা বলতে পারেন।
বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের কৃষকরা ১ জুন থেকে প্রতিবাদ আন্দোলনে নামেন। তাঁদের একাধিক দাবির মধ্যে রয়েছে, ঋণ মকুব চাই, কৃষিপণ্যের বর্ধিত দাম দিতে হবে। ৬ জুন প্রতিবাদ বিক্ষোভের প্রাণকেন্দ্র মন্দশৌরে অশান্ত পরিস্থিতি সামলাতে পুলিশ গুলি চালালে প্রাণ হারান ৫ কৃষক।
এই প্রেক্ষাপটে রাজ্য সরকার ঋণ পরিশোধ করতে না পারা কৃষকদের স্বার্থে একটি বকেয়া ঋণ মিটিয়ে ফেলা স্কিম চালু করবে বলে জানান চৌহান। এও জানান, ২৫ শতাংশ কৃষক ঋণ শোধ করতে পারেননি।
এদিন শান্তি বজায় রাখার আবেদনের পাশাপাশি কৃষক বিক্ষোভ, আন্দোলনের ভিড়ে ঢুকে পড়ে যেসব সমাজবিরোধী ব্যাপক হাঙ্গামা চালিয়েছে, তাদের কঠোর হাতে মোকাবিলার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কৃষকরা যাতে ফসলের আরও ভাল দাম পান, সেজন্য হাজার কোটি টাকার একটি মূল্য স্থিতিশীলতা তহবিল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
কৃষকরা যাতে ফসল উত্পাদনের খরচের সাপেক্ষে উত্পাদিত পণ্যের বেশি দাম পান, তা সুনিশ্চিত করতে এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড মার্কেটিং কমিশনও তৈরি করছেন চৌহান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement