এক্সপ্লোর
দেখুন: রামদেবের এই পতঞ্জলি বিজ্ঞাপনে চটেছেন খ্রিস্টান মিশনারিরা!

ভোপাল: যোগগুরু রামদেবের পতঞ্জলির বিজ্ঞাপন নিয়ে এবার চটেছেন মিশনারিরা। তাঁদের বক্তব্য, ওই বিজ্ঞাপনে খ্রিস্টধর্মাবলম্বীদের ক্রসকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। পতঞ্জলির সাম্প্রতিক বিজ্ঞাপনে দেশের অর্থনীতিকে শক্তপোক্ত করার জন্য পতঞ্জলির মত দেশি জিনিসপত্র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। বিজ্ঞাপন নির্মাতারা ব্যবহার করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিম্বল। তাতে ক্রসের ছবি রয়েছে। আর তাতেই মিশনারিরা বেজায় অসন্তুষ্ট।
ভোপালের সর্ব ইসাই মহাসভার আহ্বায়ক জেরি পল মন্তব্য করেছেন, বিজ্ঞাপনে যীশুখ্রিস্টর প্রতীক ক্রসকে ‘যেভাবে’ তুলে ধরা হয়েছে, তাতে তাঁরা আহত। বিদেশি সংস্থার বিরোধিতা করে দেশি পণ্যের গুণ গাইতেই পারে পতঞ্জলি। কিন্তু এ জন্য ক্রসকে ব্যবহার করা উচিত নয়, আর অপ্রয়োজনে এ সবের সঙ্গে খ্রিস্ট ধর্মকে যুক্ত করাও অনুচিত। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















