এক্সপ্লোর
Advertisement
আরএসএস 'জাতীয়তাবাদী সংগঠন', বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ-কে ওয়ার্ল্ড ফ্যাক্টবুকে 'ধর্মীয় জঙ্গি গোষ্ঠী' বলল সিআইএ
নয়াদিল্লি: মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ তাদের ওয়ার্ল্ড ফ্যাক্টবুক-এর সর্বশেষ সংস্করণে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ(ভিএইচপি)-কে 'ধর্মীয় জঙ্গি সংগঠন' বলে উল্লেখ করল। তারা দুটি গোষ্ঠীকে 'রাজনৈতিক প্রেসার গ্রুপ'-এর তালিকায় রেখেছে, যারা রাজনীতিতে আছে বা রাজনৈতিক প্রভাব খাটায়, চাপ সৃষ্টি করে, কিন্তু যাদের নেতারা আইনসভার নির্বাচনে লড়ে না।
ওদের এই ফ্যাক্টবুকে নানা দেশ সম্পর্কে মার্কিন সরকারের কাজে লাগে এমন তথ্য বা নথির উল্লেখ থাকে।
ভারতে সক্রিয় রাজনৈতিক প্রেসার গ্রুপের তালিকায় আরএসএস, হুরিয়ত কনফারেন্স, জামিয়াত-উলেমা-ই-হিন্দকেও রেখেছে সিআইএ। আরএসএসকে বলা হয়েছে 'জাতীয়তাবাদী সংগঠন'। হুরিয়তকে 'বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী' আর জামিয়াতকে 'ধর্মীয় সংগঠন' তকমা দিয়েছে তারা।
তাতে সেই দেশের ইতিহাস, মানুষ, সরকার, অর্থনীতি, শক্তি, ভূগোল, যোগাযোগ, পরিবহণ, সামরিক ও আন্তঃদেশীয় নানা বিষয়ের কথা বলা হয়। ২৬৭টি দেশের ব্যাপারে তথ্য থাকে। ১৯৬২ থেকে সিআইএ এই ফ্যাক্টবুক তৈরি করে আসছে, যদিও ১৯৭৫-এই প্রথম তা জনসমক্ষে প্রকাশ করা হয়।
মার্কিন আইনপ্রণেতাদের কথা মাথায় রেখেই মার্কিন গুপ্তচর মহলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে তৈরি হয় ফ্যাক্টবুক বা তথ্যপঞ্জি।
We completely reject CIA reference to VHP and Bajrang dal as religious militant organizations.. these r the nationalist organizations, all knows it. Legal proceeding will be initiated against this reference soon. We also condemned #UrbanNaxals & @thewire_in
4 spreading #FakeNews pic.twitter.com/FDKsqWQxEw
— khemchand sharma (@SharmaKhemchand) June 14, 2018
এদিকে বিজেপির জনসংযোগ সেলের প্রাক্তন জাতীয় আহ্বায়ক খেমচাঁদ শর্মা সিআইএ-র অভিমত খারিজ করে দিয়েছেন। ওই ফ্যাক্টবুক-কে 'ফেক নিউজ' তকমা দিয়ে সিআইএ-র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে তিনি ট্যুইট করেছেন, সবাই জানে, ভিএইচপি, বজরং দল জাতীয়তাবাদী সংগঠন। কিন্তু সিআইএ ওদের ধর্মীয় সন্ত্রাসবাদী গোষ্ঠী বলছে, যা আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement