এক্সপ্লোর
ব্লুটুথের মাধ্যমে ইভিএম-এ কারচুপির অভিযোগ কংগ্রেসের, ভিত্তিহীন বলে খারিজ কমিশনের

আমদাবাদ: গুজরাতে বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ভোটগ্রহণের দিন ব্লুটুথের মাধ্যমে ইভিএম-এ কারচুপির যে অভিযোগ করেছিল কংগ্রেস, সেটা ভিত্তিহীন বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের পর জানা গিয়েছে, অভিযোগকারী তাঁর মোবাইল ফোনে ব্লুটুথ অন করে যে ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছিলেন, সেটা ইভিএম না, এক পোলিং এজেন্টের মোবাইল ফোন ছিল।
আজ গুজরাতে ৮৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ পর্ব চলাকালীনই কংগ্রেস নেতা অর্জুন মোধওয়াদিয়া অভিযোগ করেন, পোরবন্দরে তিনি যে আসন থেকে লড়াই করছেন, সেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চলে ইভিএম-এ কারচুপি হচ্ছে। কয়েকটি ইভিএম-এর সঙ্গে ব্লুটুথের মাধ্যমে মোবাইল ফোনের সংযোগ স্থাপন করা যাচ্ছে।
কংগ্রেসের এই অভিযোগের তদন্ত শুরু করে নির্বাচন কমিশন। এরপর বিকেলে মুখ্য নির্বাচনী আধিকারিক বি বি সোয়াইন বলেছেন, ‘অভিযোগকারীর মোবাইল ফোনে ব্লুটুথ অন করার পর ইসিও ১০৫ নামক ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপিত হচ্ছিল। প্রথমে মনে হচ্ছিল, ইসিও ১০৫ কোনও ইভিএম। সেই কারণে ইভিএম-এ কারচুপি হচ্ছে কি না জানতে তদন্ত শুরু হয়। সংশ্লিষ্ট বুথগুলিতে পাঠানো হয় কালেক্টর ও পর্যবেক্ষকদের। স্থানীয় সংবাদমাধ্যমের সামনে তদন্ত হয়। জেলা নির্বাচননী আধিকারিক তদন্ত রিপোর্টে জানান, মনোজ সিংরাখিয়া নামে এক পোলিং এজেন্টের কাছে ইসিও ১০৫ মডেলের ইনটেক্স সংস্থার মোবাইল ফোন ছিল। অভিযোগকারী হয়তো ভেবেছিলেন, ইসিও-র ইসি-র অর্থ নির্বাচন কমিশন।’
ইভিএম-এ কারচুপি নিয়ে কংগ্রেসের অভিযোগের পাল্টা হিসেবে বিজেপি বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রর দাবি, হার নিশ্চিত বুঝতে পেরে ফল প্রকাশের আগেই অজুহাত দিচ্ছে কংগ্রেস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ইন্ডিয়া
খবর
আইপিএল
Advertisement
