এক্সপ্লোর
ত্রিপুরায় কংগ্রেসে ভাঙন অব্যাহত, বিজেপিতে যোগ আরও এক বিধায়কের

আগরতলা: আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা কংগ্রেস ভাঙন অব্যাহত। এবার কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ বিজেপিতে যোগ দিলেন। সেই সঙ্গে রাজ্যের শাসক দল সিপিএমের একদল সমর্থকও গৈরিক দলে যোগ দিয়েছেন বলে দাবি। রতন লাল ছাড়াও ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী ও আগরতলা পুরসভার কাউন্সিলর হিমানি দেববর্মাও বিজেপিতে যোগ দিয়েছেন। দলের সাধারণ সম্পাদক রাম মাধব ও বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন। রতন লাল যোগ দেওয়ায় ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে হল সাত। তাঁদের অবশ্য কেউই বিজেপির টিকিটে নির্বাচিত হননি। এর আগে কংগ্রেসের টিকিটে জেতা ছয় বিধায়ক প্রথমে তৃণমূল কংগ্রেস এবং পরে গত আগস্টে বিজেপিতে যোগ দেন। রতন লালের দাবি, দুর্নীতিগ্রস্ত বাম শাসনের অবসান ঘটাতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্য আগামী বিধানসভা বিজেপি নেতৃত্বাধীন সরকার দেখতে চান তিনি। বিজেপির সংবাদমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত নেতা ভিক্টর শোম জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলার সাড়ে তিনশ পরিবারের প্রায় হাজার খানেক মানুষও বিজেপিতে যোগ দিয়েছেন। রাম মাধবের দাবি, আগামী নির্বাচনে বিজেপিই জয়ী হবে। দেশের ২০ তম রাজ্য হিসেবে ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসবে। কারণ, এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপির পক্ষেই রয়েছেন। রাম মাধব বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে সুশাসন হবে অগ্রাধিকার। দারিদ্র্য দূরীকরণ, বেকারিত্ব দূর করা হবে সরকারের লক্ষ্য। পিছিয়ে থাকা রাজ্যের তকমা থেকে ত্রিপুরাকে মুক্ত করবে বিজেপি সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















