এক্সপ্লোর
Advertisement
কংগ্রেসের ক্যাশবাক্স ফাঁকা! রাজ্যে রাজ্যে পার্টি অফিস চালানোর টাকা পাঠানো বন্ধ, রিপোর্ট, কী করে 'বিজেপির টাকার থলের মোকাবিলা', পরামর্শ তারুরের
নয়াদিল্লি: কংগ্রেসের ক্যাশবাক্সে নাকি টাকা ফুরিয়ে এসেছে। আর্থিক সঙ্কটে ভুগছে শতাব্দীপ্রাচীন পার্টি। সঙ্কট এতটাই গভীরে যে, হাইকম্যান্ড গত ৫ মাস হল রাজ্যে রাজ্যে পার্টি অফিস চালানোর টাকা পাঠানোই বন্ধ করে দিয়েছে। এমনই একটি রিপোর্ট গতকাল প্রকাশিত হওয়ার পর কংগ্রেসের তিরুঅনন্তপুরমের এমপি শশী তারুর অবশ্য দলের নেতা-কর্মীদের হতোদ্যম না হতে বলেছেন, বরং কী করে বিজেপির সঙ্গে পাল্লা দেওয়া যায়, পরামর্শ দিয়েছেন।
ব্লুমবার্গ সংস্থার ওই রিপোর্টে বলা হয়েছে, আগের মতো ব্যবসায়ী, শিল্পপতিরা আর কংগ্রেসকে দরাজ হস্তে অর্থ দিতে চাইছেন না। একের পর এক রাজ্যে ক্ষমতা হারিয়ে সম্ভবত তাঁদের কাছে গুরুত্ব কমছে এককালের একচ্ছত্র দেশ চালানো দলের। পরপর একাধিক রাজ্যে ক্ষমতা হাতছাড়া হওয়ায় অর্থ জোগানোর উত্স শুকিয়ে গিয়েছে। এ ব্যাপারে অনেক এগিয়ে গিয়েছে বিজেপি। টাকার জোর না থাকায় নরেন্দ্র মোদী, বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া কঠিন হবে কংগ্রেসের পক্ষে।
I don’t think we need to be embarrassed about acknowledging that @incIndia is facing a funding crunch: https://t.co/BnAoXYEw44 We should call on all concerned citizens to help us face the moneybags of the BJP
— Shashi Tharoor (@ShashiTharoor) May 23, 2018
তারুর এই রিপোর্টের একটি লিঙ্ক ট্যুইটে জুড়ে দিয়ে পার্টি নেতাদের পরামর্শ দিয়েছেন, 'বিজেপির টাকার থলের মোকাবিলায় আমাদের সাহায্য করতে সংশ্লিষ্ট নাগরিকদের' আবেদন জানানোর কথা ভাবুন।
কংগ্রেস অবশ্য প্রাক্তন নামী কূটনীতিকের এহেন প্রস্তাবের আগেই ক্রাউনফান্ডিং অর্থাত সাধারণ মানুষের কাছে হাত পেতে অর্থ তোলার উদ্যোগ নিয়েছে। সদ্যসমাপ্ত কর্নাটক বিধানসভা নির্বাচনে নিজেদের এক প্রার্থীর প্রচারেও জনসাধারণের কাছ থেকে ডোনেশন চায় কংগ্রেস। মাত্র ৪ দিনে ১১ লক্ষ টাকা জমাও পড়ে তহবিলে।
এ দেশে অরবিন্দ কেজরীবালের আমআদমি পার্টি (আপ) সাধারণ মানুষের কাছ থেকে ভোটপ্রচারের টাকা তোলে। যদিও তাদের অনুদানের সিংহভাগ আসে বিদেশ থেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement