এক্সপ্লোর
Advertisement
'বই বিক্রির জন্য চমক', কাশ্মীর নিয়ে সৈফুদ্দিন সোজের মন্তব্য খারিজ করল কংগ্রেস
নয়াদিল্লি : কাশ্মীর নিয়ে প্রবীন কংগ্রেস নেতা সৈফুদ্দিন সোজের মন্তব্যের নিন্দা করেছে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেসও সোজের মন্তব্যের নিন্দা করে তা খারিজ করে দিয়েছে। একইসঙ্গে সোজের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, সংবাদমাধ্যমে প্রকাশিত বিষয়বস্তু সঠিক হলে তা বইয়ের বিক্রির জন্য চমকমাত্র।
উল্লেখ্য, নিজের আগামী বইয়ে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের মতামতকে সমর্থন করে সোজ বলেছেন, সুযোগ দেওয়া হলে কাশ্মীরীরা স্বাধীনতার পক্ষেই মতামত দেবেন।
সোজের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। কংগ্রেস বলেছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। সুরজেওয়ালা বলেছেন, বই বিক্রির জন্য বা সস্তায় প্রচার পাওয়ার জন্য অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মুফতি মহম্মদ সইদের নাম উল্লেখ না করে সুরজেওয়ালা বলেছেন, অতীতে এ ধরনের অনেক নেতাই একই ধরনের মন্তব্য করেছেন এবং নির্বাচন কমিশনকে নয়, জম্মু ও কাশ্মীরে ভোট হতে দেওয়ার জন্য বিচ্ছিন্নতাবাদীদের ধন্যবাদ জানিয়েছেন।
সুরজেওয়ালা বলেছেন, জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস সোজের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। তিনি আরও বলেছেন, বই বিক্রির জন্য এ ধরনের সস্তা মন্তব্যে সত্যিটা বদলে যাবে না যে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কংগ্রেস ওই মন্তব্য খারিজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বিজেপি সোজের পাশাপাশি কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের মন্তব্যেরও তীব্র সমালোচনা করেছে। সোজের মন্তব্যের নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেছেন, কাশ্মীর-কেন্দ্রিক রাজনৈতিক নেতাদের এটাই প্রবনতা। ক্ষমতায় থাকলে তাঁরা বলেন যে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। আর ক্ষমতার বাইরে চলে গেলেই বিচ্ছিন্নতাবাদী ও আধা-বিচ্ছিন্নতাবাদীদের বাগাড়ম্বরকে ব্যবহার করেন।
প্যান্থার্স পার্টির চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হর্ষদেব সিংহও সোজের মন্তব্যের নিন্দা করেছেন। সিংহ বলেছেন, সোজ জম্মু ও কাশ্মীরের জাতীয়তাবাদী জনতাকে অপমান করেছেন। তিনি বলেছেন,প্রচারে ভেসে থাকতেই সোজ এ ধরনের মন্তব্য করেছেন।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ আজাদের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানে সক্রিয় গোষ্ঠীগুলিকে সন্তুষ্ট করতেই আজাদ এ ধরনের মন্তব্য করেছেন। আজাদ দেশের জওয়ান ও নিরাপত্তা বাহিনীর মনোবল ক্ষুন্ন করছেন বলেও অভিযোগ করেছেন প্রসাদ।
প্রসাদ বলেছেন, এতে তাঁরা বিস্মিত নন। কারণ, ''কংগ্রেসের সভাপতি রাহুল গাঁধী জেএনইউ-র দেশকে টুকরো করতে সক্রিয় গোষ্ঠীগুলির পাশে দাঁড়িয়েছিলেন। সেনা সম্পর্কে 'খুন কি দালালি' মন্তব্য করেছিলেন রাহুল'।
প্রসাদ বলেছেন, সোজের মন্তব্য থেকে কংগ্রেস এখন দূরত্ব বাড়াতে চাইছে। কিন্তু এটাই যথেষ্ট নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement