এক্সপ্লোর
মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে অমিতাভকে নিশানা কংগ্রেসের

নয়াদিল্লি: কংগ্রেসের নিশানায় অমিতাভ বচ্চন। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ইন্ডিয়া গেটে হতে চলা অনুষ্ঠান পরিচালনা করবেন বলিউডের শাহেনশা, এমনই শোনা গিয়েছে গতকাল। সেখানে স্বচ্ছ ভারত মিশন, ডিজিটাল ইন্ডিয়া সহ এনডিএ সরকারের নানা কর্মসূচির ‘সাফল্য’ তুলে ধরা হবে। ইতিমধ্যে মোদীর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন অমিতাভ।
কংগ্রেস আজ সরাসরি প্রশ্ন তুলেছে, কী করে পানামা পেপার্সে ফাঁস হওয়া তালিকায় বিদেশি কোম্পানিতে বিনিয়োগকারী হিসাবে নাম থাকা অমিতাভ বচ্চনের সঙ্গে এক মঞ্চে থাকবেন মোদী? অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যোগাযোগ শাখার ইনচার্জ রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেছেন, কেমন করে পানামা পেপার্সে নাম থাকা অমিতাভ বচ্চনের মতো একজনের পাশে এক মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী, সরকার ব্যাখ্যা দিক। সরকারের দু বছর পূর্তিতে বচ্চনের অনুষ্ঠানের আয়োজক হিসাবে থাকা ভুল বার্তা দেবে। এনডিএ-র অনুষ্ঠান পরিচালনা করুন অমিতাভ বচ্চন, মোদী সেখানে থাকুন, আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বেআইনি আর্থিক লেনদেনে অভিযুক্ত একজন ব্যক্তি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান করলে তদন্তকারী সংস্থাগুলির কাছে কী বার্তা দেওয়া যাবে? মোদীজী তো কালো টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে দোষীদের সাজা দেওয়ার কথা বলেছিলেন।
যদিও কংগ্রেসের অভিযোগের মুখে বচ্চন একটি টিভি চ্যানেলকে বলেছেন, আমি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে গোটা অনুষ্ঠানের একটা অংশ করছি মাত্র।
প্রসঙ্গত, তদন্তমূলক সাংবাদিকদের আন্তর্জাতিক কনসর্টিয়াম ও শতাধিক আন্তর্জাতিক মিডিয়া সংস্থার তদন্তের অংশ হিসাবে প্রকাশিত রিপোর্টে নাম বেরিয়েছে অমিতাভের। পানামা আইনি সংস্থা মোসাক ফনসেকার কয়েক লক্ষ নথি ফাঁস হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত চালিয়েছেন সাংবাদিকরা। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একাধিক এজেন্সির অফিসারদের নিয়ে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
ভারত ইতিমধ্যেই বলেছে, বিদেশের মাটিতে থাকা সব সংস্থায় বিনিয়োগ হওয়া অর্থই অবৈধ নয়। পরে অমিতাভের অফিস থেকে বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করা হয়। ট্যুইটারেও সেই বক্তব্য পোস্ট করেন বিগ বি। তাতে বলা হয়, ফাঁস হওয়া পানামা তথ্য প্রসঙ্গে আমি জানিয়ে দিতে চাই, মিডিয়া আমাকে লাগাতার প্রশ্ন করে চলেছে। আমি সবিনয়ে তাদের সবাইকে অনুরোধ করব, তারা যেন যাবতীয় প্রশ্ন ভারত সরকারকে পাঠান। একজন আইনে আস্থাশীল নাগরিক হিসাবে আমার যাবতীয় বক্তব্য তাদের কাছে পাঠিয়েছি, আগামী দিনেও পাঠাব। তাঁর নামের অপব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। বলেছেন, মিডিয়ায় বেরনো রিপোর্ট থেকে আমি কোনও বেআইনি কাজ করেছি, এমনটা প্রতিষ্ঠিত হচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
খবর
Advertisement
