এক্সপ্লোর
কর্ণাটকের সাংসদদের আইফোন উপহার কংগ্রেসের মন্ত্রী শিবকুমারের, সমালোচনায় বিজেপি

বেঙ্গালুরু: কর্ণাটকের সাংসদদের বহুমূল্যের আইফোন উপহার দিয়ে বিতর্কে জড়ালেন জলসম্পদ মন্ত্রী ডি কে শিবকুমার। এই উপহার ফিরিয়ে দিয়েছেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর। তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে চিঠি লিখে বলেছেন, রাজ্যের কৃষক ও পুরকর্মীরা যখন সঙ্কটে, তখন এভাবে জনগণের টাকা নষ্ট করা উচিত নয়। কুমারস্বামী অবশ্য দাবি করেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে তাঁর সমালোচনা করে বিজেপি ট্যুইট করেছে, ‘সাংসদদের দামী গ্যাজেট দেওয়ার টাকা আছে কুমারস্বামী সরকারের। কিন্তু তিনি কৃষকদের ঋণ মকুব করতে পারেন না, ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বাসে যাতায়াতের জন্য পাস দিতে পারেন না, উপকূল ও উত্তর কর্ণাটকের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করতে পারেন না। এই সরকার গণতন্ত্রের লজ্জা।’
Dear @CMofKarnataka @hd_kumaraswamy - Thnk u 4 convng all MPs tmrw to discuss Cauvery issue. But why is ur govt sendng expnsve phones to MPs?
U claim Austerity; pourkarmikas r being denied salaries, but pub money used 4 ths kind of expnsve gifts? 😏
Im returng thm to u 🙏🏻 pic.twitter.com/0jZKhnXhuM
— Rajeev Chandrasekhar (@rajeev_mp) July 17, 2018
আজ থেকে শুরু হওয়া বাদল অধিবেশনের আগে কাবেরী জলবণ্টন সহ কর্ণাটকের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য রাজ্যের ৪০ জন সাংসদের সঙ্গে বৈঠক করেন কুমারস্বামী। নয়াদিল্লিতে সেই বৈঠক শুরু হওয়ার আগে সাংসদদের আইফোন দেওয়া হয়। সেই উপহার ফিরিয়ে দিয়ে কুমারস্বামীকে লেখা চিঠিতে চন্দ্রশেখর বলেন, ‘আলোচনার কাগজপত্রের সঙ্গে আপনার সরকার একটি দামী অ্যাপল আইফোন পাঠায়। সেই ফোনের দাম লক্ষাধিক টাকা। এভাবে জনগণের টাকার অপচয় মেনে নেওয়া যায় না। আমার বিবেক এটা মেনে নিতে পারছে না। আপনার প্রতি শ্রদ্ধা বজায় রেখেই এই উপহার ফিরিয়ে দিচ্ছি। যে পৌরকর্মীরা আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছেন, তাঁদের বেতন দেওয়ার আর্জি জানাচ্ছি। জনগণের টাকা যাতে রাজ্যের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে, তার জন্য ব্যয় সংকোচনের উপর জোর দিন।’ ট্যুইট করে উপহার পাওয়া আইফোন ও চামড়ার ব্যাগের ছবি দিয়েছেন এই সাংসদ। এ বিষয়ে শিবকুমার বলেছেন, ‘আমি কাউকে ঘুষ দিইনি। তথ্য আদান-প্রদানের জন্যই সৌজন্যবশত উপহার দিয়েছি। আমি কারও নাম করতে চাই না, তবে কয়েকজন বিজেপি সাংসদ আমাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন। এর আগেও আমি উপহার দিয়েছিলাম। সেবারের মতো এবারও কয়েকজন সেই উপহার নিয়েছেন আর কয়েকজন নেননি।’Sri. @hd_kumaraswamy’s govt has enough money to gift expensive gadgets to MP’s but,
He can’t waive off loans of farmers. He can’t provide free bus passes to students. He can’t allocate funds for development of coastal & north Karnataka. This govt is a shame on democracy. https://t.co/vGyBdMJ1ZW — BJP Karnataka (@BJP4Karnataka) July 17, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















