এক্সপ্লোর
অ্যাম্বুলেন্সকে রাজ্যে ঢুকতে বাধা কর্ণাটক পুলিশের, মারা গেলেন কেরলের গুরুতর অসুস্থ ব্যক্তি
করোনা-আতঙ্কের মধ্যেই মর্মান্তিক ঘটনা। কর্ণাটক পুলিশ সীমানা পেরিয়ে একটি অ্যাম্বুলেন্সকে রাজ্যে ঢোকার অনুমতি না দেওয়ায় মারা গেলেন গুরুতর অসুস্থ ৪৯ বছরের এক ব্যাক্তি।
![অ্যাম্বুলেন্সকে রাজ্যে ঢুকতে বাধা কর্ণাটক পুলিশের, মারা গেলেন কেরলের গুরুতর অসুস্থ ব্যক্তি Coronavirus :Karnataka police dined permission to ambulane, patient died অ্যাম্বুলেন্সকে রাজ্যে ঢুকতে বাধা কর্ণাটক পুলিশের, মারা গেলেন কেরলের গুরুতর অসুস্থ ব্যক্তি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29135421/death.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
কাসারগোড়: করোনা-আতঙ্কের মধ্যেই মর্মান্তিক ঘটনা। কর্ণাটক পুলিশ সীমানা পেরিয়ে একটি অ্যাম্বুলেন্সকে রাজ্যে ঢোকার অনুমতি না দেওয়ায় মারা গেলেন গুরুতর অসুস্থ ৪৯ বছরের এক ব্যাক্তি। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। কাসারগড়-মেঙ্গালুরু জাতীয় সড়কের থালাপড়িতে কর্ণাটক পুলিশ ওই অ্যাম্বুলেন্সকে রাজ্যে ঢোকার অনুমতি দেয়নি বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, শেখর নামে কেরলের কাসারগড়ের এক বাসিন্দা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ফলো-আপ চিকিত্সার জন্য তাঁকে মেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছিল। গুরুতর অসুস্থ ওই ব্যক্তি মেঙ্গালুরু মাল্টি স্পেশ্যালিটি ও হাইটেক হাসপাতালগুলিতে দীর্ঘদিন ধরেই চিকিত্সা করাচ্ছিলেন। কারণ, তাঁর বাড়ি থেকে মেঙ্গালুরুর দূরত্ব কম। লকডাউনের জেরে সীমানা বন্ধ করে দেওয়ায় চারজন গুরুতর অসুস্থ রোগী মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। থালাপড়িতে আটকে দেওয়ায় এক অন্তঃসত্ত্বা মহিলা অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)