এক্সপ্লোর
সংসদে আমি ১৫ মিনিট বলার সুযোগ পাই, মোদীকে দেশ ছেড়ে পালাতে হবে, দাবি রাহুলের

নয়াদিল্লি: একের পর এক ইস্যু নিয়ে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, দেশে যতই আগুন লাগুক, মেয়েরা ধর্ষিতা হোক, তফশিলি ও সংখ্যালঘুদের অধিকার বিপন্ন হোক না কেন, মোদী শুধু ফের প্রধানমন্ত্রী হওয়া নিয়েই ভাবছেন। তিনি নীরব মোদীর জালিয়াতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদে ১৫ মিনিট বক্তব্য রাখার সুযোগ পেলে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হবে বলেও দাবি করেছেন রাহুল। আজ থেকে ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচি শুরু করেছেন রাহুল। সেখানেই দলিতদের অধিকার ও মহিলাদের সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন তিনি। তাঁর দাবি, মোদী সরকারের আমলে সংবিধানের নীতি ও মূল্যবোধ বিপন্ন। সুপ্রিম কোর্টকে পদদলিত করা হচ্ছে, সরকারই সংসদ স্তব্ধ করে দিচ্ছে। বিভিন্ন দফতরে এমন লোকজনকেই নিয়োগ করা হচ্ছে যাঁরা আরএসএস-এর আদর্শে বিশ্বাস করেন। মোদীর ‘বেটি বাচাও, বেটি পড়াও’ স্লোগান এখন বিজেপি নেতাদের থেকে মেয়েদের রক্ষা করার স্লোগানে পরিণত হয়েছে। একমাত্র কংগ্রেসই দেশের সব সমস্যার সমাধান করতে পারে। আগামী নির্বাচনে দেশের মানুষ ‘মন কি বাত’ শোনাবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















