এক্সপ্লোর
করোনাভাইরাস: কেরলে সরকারি কর্মীদের বেতন কাটার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কেরলে সরকারি কর্মীদের বেতন কাটার নির্দেশে স্থগিতাদেশ কেরল হাইকোর্টের। এই নির্দেশ কার্যকর দুই মাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত।
কোচি: করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কেরলে সরকারি কর্মীদের বেতন কাটার নির্দেশে স্থগিতাদেশ কেরল হাইকোর্টের। এই নির্দেশ কার্যকর দুই মাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত।
সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারি কর্মীদের একাংশ ও তাঁদের সংগঠনগুলির পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বেচু কুরিয়ান এই অন্তর্বর্তী নির্দেশ জারি করেছেন।
সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল যে, আগামী পাঁচমাস প্রতি মাসে
সরকারি কর্মীদের ছয়দিনের বেতন কেটে নেওয়া হবে। এই নির্দেশ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা, অধিগৃহীত সংস্থা, আধা সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় ইত্যাদি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তবে সরকারি নির্দেশে স্পষ্ট জানানো হয়েছিল, যে কর্মীদের ২০ হাজার টাকার কম বেতন , তাঁদের বেতন কাটা হবে না।
ওই নির্দেশে আরও বলা হয়েছিল যে, মন্ত্রী, বিধায়ক ও বিভিন্ন বোর্ডের সদস্য, স্থানীয় সংস্থার সদস্য , বিভিন্ন কমিশনের সদস্যরা আগামী এক বছর তাঁদের বেতনের ৩০ শতাংশ কম পাবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement