এক্সপ্লোর
দশেরায় দেবীকে সাজাতে ব্যবহার করা হল ১ কোটি টাকার নোট!
উপলক্ষ্য দশেরা। তেলঙ্গনার কন্যাকা পরমেশ্বরী মন্দির সাজানো হল অরিগ্যামি দিয়ে। তবে কোনও সাধারণ কাগজ নয়, অরিগ্যামি করতে ব্যবহার করা হল টাকার নোট। এক কোটিরও বেশি টাকার নোট দিয়ে বানানো হল পদ্মফুল।

হায়দরাবাদ: উপলক্ষ্য দশেরা। তেলঙ্গনার কন্যাকা পরমেশ্বরী মন্দির সাজানো হল অরিগ্যামি দিয়ে। তবে কোনও সাধারণ কাগজ নয়, অরিগ্যামি করতে ব্যবহার করা হল টাকার নোট। এক কোটিরও বেশি টাকার নোট দিয়ে বানানো হল পদ্মফুল।
বিভিন্ন রঙের নোটকে মুড়ে মুড়ে বানানো হয়েছে অনেক পদ্ম ও মালা। তেলঙ্গনার গাদোয়ালের বাসবী কন্যাকা পরমেশ্বরী মন্দিরের দুর্গাকে সাজানো হল এমনই অভিনব পন্থায়। তবে এই প্রথম নয়, মন্দির সূত্রে খবর, গতবার দশেরায় ৩ কোটি টাকার নোট দিয়ে সাজানো হয়েছিল এই দেবীকে।
মন্দিরের কোষাধক্ষ্য পি রামু জানান, এইবছর অতিমারীর কারণে কম অঙ্কের টাকা দিয়ে দেবীকে সাজানো হয়েছে। তবে এই নোটগুলি যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থাই করা হয়েছে। পুজো শেষ হয়ে গেলে নোটগুলিকে ফের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলেই দাবি করা হয়। এই বছর ৪০-৫০ জন এই অভিনব সাজের জন্য টাকা দিয়েছেন বলে জানা গিয়েছে।
দেবীকে মোটা টাকার গয়নায় সাজানোর উদাহরণ এর আগে অনেক রয়েছে। তবে নবরাত্রি উপলক্ষ্যে এই মন্দিরের দেবী পূজিতা হল ধনলক্ষীরূপে। তাই এই বিশেষ সজ্জা বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























