এক্সপ্লোর
Advertisement
চিনের আপত্তিতে থোড়াই কেয়ার, মার্কিন রাষ্ট্রদূতের পর এবার অরুণাচল যাচ্ছেন দলাই লামা
নয়াদিল্লি: মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মার অরুণাচল প্রদেশ সফরের সময় কড়া আপত্তি তুলেছিল বেজিং। তাতে সফর আটকায়নি। এবার চিনের রক্তচাপ আরও বাড়িয়ে খোদ দলাই লামাকে অরুণাচল যাওয়ার সবুজ সংকেত দিল দিল্লি। আগামী বছরের শুরুতেই অরুণাচল যাচ্ছেন এই তিব্বতি ধর্মগুরু। বিশেষ কোনও কারণে নয়, স্রেফ ভক্তদের সাক্ষাতের উদ্দেশ্যেই অরুণাচল যাচ্ছেন দলাই লামা। ১৫দিনের সফরে তাওয়াংয়েও যাবেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মার গত সপ্তাহে অরুণাচল সফর নিয়েও কম হইচই করেনি বেজিং। তাদের দাবি, অরুণাচল বিতর্কিত এলাকা। কিন্তু বিদেশ মন্ত্রক সেই দাবি উড়িয়ে জানিয়ে দেয়, উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্য ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, ভারত সেখানে যাঁকে চাইবে, তাঁকেই যেতে দিতে পারে।
এবার দলাই লামার অরুণাচল যাওয়ার ছাড়পত্রে চিনের অসন্তোষ বাড়বে বই কমবে না। ২০০৯-এও বর্ষীয়াণ এই তিব্বতি ধর্মগুরুর অরুণাচল যাওয়ার সিদ্ধান্তে আপত্তি তুলেছিল তারা। সেবার তাওয়াং উৎসবে অংশ নিতে দলাইয়ের অরুণাচল যাওয়ার কথা ছিল। এবার তেমন কোনও উৎসবও নেই, শুধু তাওয়াংয়ের সঙ্গে তাঁর বিশেষ যোগসূত্রের কারণেই সেখানে যাচ্ছেন তিনি। ১৯৫৯-এ তিব্বতে চিনা আগ্রাসন থেকে বাঁচতে তাওয়াংয়ের রাস্তা ধরেই ভারতে আশ্রয় নেন দলাই। সেই উপলক্ষ্যে তাঁর মনে তাওয়াংয়ের বিশেষ জায়গা আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement