এক্সপ্লোর
রূপানির মঞ্চে উঠতে গেলে গুজরাতের 'শহিদ' বিএসএফ জওয়ানের মেয়েকে সরিয়ে দিল পুলিশ, বিজেপির 'ঔদ্ধত্যে'র নিন্দা রাহুলের
কেভাদিয়া কলোনি (গুজরাত): নির্বাচনী জনসভায় গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে দেখা করতে মঞ্চের দিকে ছুটে যাওয়া এক 'শহিদ' বিএসএফ জওয়ানের মেয়েকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রূপাল তাদভি নামে ২৬ বছরের ওই তরুণীর দাবি, তাঁর বাবা অশোক তাদভি বিএসএফে কাজ করায় সময় 'শহিদ' হওয়ার পর তাদের এক টুকরো জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আজও পূরণ করেনি রাজ্য সরকার। এ ব্যাপারে বেশ কয়েক বছর ধরে মাঝেমধ্যেই প্রতিবাদ, বিক্ষোভ দেখাচ্ছেন তিনি। পুলিশকর্মীরাও তাঁকে চেনেন। গতকাল মুখ্যমন্ত্রীর জনসভায় শ্রোতার আসন থেকে তাঁর ভাষণের মধ্যে আচমকা মঞ্চের দিকে এগিয়ে যান রূপাল। বলতে থাকেন, ওনার সঙ্গে কথা বলতে চাই! তবে ছুটে এসে তাঁকে সরিয়ে দেন মহিলা পুলিশকর্মীরা। মঞ্চ থেকে রূপানি তাঁকে বলেন, সভার পর আপনার সঙ্গে কথা বলব। যদিও পরে সেই দেখা আর হয়নি বলে জানান সরকারি অফিসাররা।
ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, রূপালকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, তিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন।
भाजपा का घमंड अपने चरम पर है।
‘परम देशभक्त’ रुपाणीजी ने शहीद की बेटी को सभा से बाहर फिंकवा कर मानवता को शर्मसार किया।
15 साल से परिवार को मदद नहीं मिली, खोखले वादे और दुत्कार मिली। इंसाफ़ माँग रही इस बेटी को आज अपमान भी मिला।
शर्म कीजिए,न्याय दीजिए। pic.twitter.com/w8k7TYQrDt
— Office of RG (@OfficeOfRG) December 1, 2017
ট্যুইটারে ভিডিওটি পোস্ট করে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী মন্তব্য করেছেন, বিজেপির ঔদ্ধত্য কী চরমে পৌঁছেছে! ভিডিওতে ভাষণে রাহুলকে আক্রমণ করছেন রূপানি।
রূপানিকে 'পরম দেশভক্ত' বলে কটাক্ষ করে রাহুল ট্যুইটে লিখেছেন, 'এক শহিদ-কন্যাকে তাড়িয়ে' মানবতাকে লাঞ্ছিত করেছেন উনি। ১৫ বছর ধরে ন্যায়বিচারের বদলে শুধু ফাঁকা প্রতিশ্রুতিই পেল পরিবারটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement