LPG Price Hike: মার্চের শুরুতেই দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের, পকেটে টান পড়বে আপনার ? এবার কত খরচ হবে ?
LPG Cylinder Price Hike: প্রতি মাসের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি তাদের সেই মাসের জন্য বাণিজ্যিক বা ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে থাকে।

LPG Price: এই মাসে হোলি, দোলযাত্রা, রমজানের উৎসব রয়েছে আর তার শুরুতেই দুঃসংবাদ। দাম বেড়ে গেল রান্নার গ্যাসের। এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) জন্য এবার থেকে বেশি টাকা দিতে হবে আপনাকে। সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি এবার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে মার্চ মাসের শুরুতেই। ১ মার্চ থেকেই (LPG Price Hike) এই বর্ধিত দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের (Commercial LPG Price) দাম ১ মার্চ থেকে এবার বেড়ে গেল।
ইন্ডিয়ান অয়েল সংস্থা তাদের এলপিজি সিলিন্ডারের দাম ৬ টাকা হারে বাড়িয়েছে এবং এখন সেই সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৯৭ টাকা। প্রতি মাসের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি তাদের সেই মাসের জন্য বাণিজ্যিক বা ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে থাকে। এই মার্চ মাস উৎসবের মাস, দোলযাত্রা, হোলি, ইদ সবই রয়েছে এই মাসেই। আর এই উৎসবের মরশুমেই দাম বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের, আগামীকাল ২ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে রমজান পালন।
এই মাসের শুরু থেকেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গেল। প্রতি সিলিন্ডারে ৬ টাকা হারে দাম বেড়েছে। এর ফলে দিল্লিতে এখন এই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৯৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮০৩ টাকা। গত মাসের শুরুতে এই বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম কমে গিয়েছিল অনেকটাই। কলকাতায় এই দাম কমে আগের মাসে হয়েছিল ১৯০৭ টাকা।
আপনার শহরে কত দামে পাবেন
দিল্লিতে আজ থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮০৩ টাকা।
কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ১৯১৩ টাকা।
মুম্বইতে আজ থেকে এলপিজি সিলিন্ডারের দাম ১৭৪৯.৫০ টাকা থেকে বেড়ে হল ১৭৫৫.৫০ টাকা।
চেন্নাইতে এই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯৫৯ টাকা।
ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনও বদল নেই
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আজ ১ মার্চ থেকে বেড়ে গেল সারা দেশজুড়ে। তবে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দামে কোনো বদল হয়নি। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার কারণে রেস্তোরাঁতে, হোটেলে খাবারের দাম বাড়ার অনুমান করা হচ্ছে।






















